দীপাবলি মিটতেই ফের একবার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ালো তেল উৎপাদক সংস্থাগুলি। এই নিয়ে শেষ তিনমাসে তৃতীয় বার বাড়লো গ্যাসের দাম।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সেপ্টেম্বর, অক্টোবরের পর নভেম্বরের এক তারিখ। দেশে যখন সবে দীপাবলির রাত কাটিয়ে সকাল হয়েছে, তখনই জানা গেলো বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে ৬২ টাকা বাড়িয়েছে তেল উৎপাদক সংস্থাগুলি। যা গত তিনমাসের মধ্যে সর্বাধিক।
এর আগে সেপ্টেম্বর মাসে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯ টাকা বেড়ে হয়েছিলো ১,৬৯১.৫০ টাকা। অক্টোবর মাসে আবার ৪৮.৫০ টাকা দাম বাড়ানোর ফলে সিলিন্ডার প্রতি দাম হয়েছিলো ১,৭৪০ টাকা। এবার ৬২ টাকা দাম বৃদ্ধির ফলে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের ন্যুনতম দাম দাঁড়িয়েছে ১,৮০২ টাকা। দাম বৃদ্ধির এই হিসাব মূলতঃ দিল্লির প্রেক্ষিতে। দেশের বাকি তিন মেট্রো শহরে বানিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়ে হয়েছে, মুম্বাই -১,৭৫৪.৫০ টাকা, চেন্নাই- ১,৯৬৪.৫০ টাকা এবং আমাদের শহর কলকাতায় সিলিন্ডার প্রতি দাম দাঁড়িয়েছে ১,৯১১.৫০ টাকা।
বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার সরাসরি এফেক্ট পড়তে চলেছে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ সহ বানিজ্যিক গ্যাস ব্যবহারকারি সংস্থাগুলোর উপর। যার পরোক্ষ প্রভাব অবশ্যম্ভাবী হিসাবে উপভোক্তাদের উপর এসে পড়বে। এখনও দেশজুড়ে উৎসবের আবহ রয়েছে। এই সময় মানুষ ঘরের রান্না করা খাবারের থেকে বাইরের হোটেল, রেস্তোরাঁর খাবার বেশি পছন্দ করে। বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে এরপর বাইরে থেকে খাবার অর্ডার করলে তারজন্য বেশি কড়ি গুনতে হবে তা নিশ্চিত। তবে ১৯ কেজির বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অবশ্য ৮২৯ টাকাই রয়েছে।