দেরাদুনের ওএনজিসি চক এলাকা, সেখানেই পড়ে রয়েছে রক্ত ধরহীন মুন্ডু দেহাংশ পাশেই দুমড়ে মুচড়ে রয়েছে একটি ইনোভা তারমধ্যেও কয়েকটি দেহ তালগোল পাকিয়ে রয়েছে, দেরাদুনের এই এক্সিডেন্টের ভিডিও বা ছবি দেখে শিউরে উঠছেন সকলে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোমবার রাতে উত্তরাখণ্ডের দেরাদুনে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুরো দুমড়ে গিয়েছে গাড়ি। এই ৬ জন মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানানো যাচ্ছে।
দুর্ঘটনার প্রাবল্য এতটাই ছিল যে ধড় থেকে মুণ্ডু আলাদা হয়ে যায় দুজনের। দুর্ঘটনাকে কেন্দ্র করে একাধিক তত্ত্ব উঠে আসে। একটি তত্ত্ব থেকে জানা যাচ্ছে, কয়েকটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। অপর একটি তত্ত্ব বলছে, নিহতেরা মত্ত অবস্থায় গাড়িতে চেপে ফিরছিলেন। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানা যায়, যে ইনোভা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতে সাত জন যাত্রী ছিলেন সকলেরই বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। গাড়ি দুর্ঘটনার পর একমাত্র জীবিত উদ্ধার হয়েছেন সিদ্ধেশ আগরওয়াল নামে বছর ২৫-এর এক তরুণ। তিনি এখনও হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক লেখা থেকে জানা যাচ্ছে জন্মদিনের পার্টিতে মদ্যপান করে ওই ৭ তরুণ তরুণী গাড়ি নিয়ে বেরোয় রাস্তায় একটি BMW তাদের ওভারটেক করে এবং এর পালটা জবাব দিতেই তারাও গতি বাড়ায় তারপর আর সেই গতি চালকের আসনে যে বসেছিল সে সামলাতে পারেনি এবং সোজা গিয়ে ধাক্কা মারে একটি কন্টেনারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
আবার আরেকটি সূত্র মারফত জানা যাচ্ছে সিসিটিভিতে দেখা গেছে গাড়ির গতি স্বাভাবিক ছিল ফলে পুলিশের তদন্ত শেষ না হলে আসল বিষয় সামনে আসবে না। তবে এই ভয়াবহ এক্সিডেন্ট আবারও প্রমাণ করে দিয়ে গেল মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তার ফল কি হতে পারে!