সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: সাতসকালে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস থেকে উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে ওত পেতেছিল এসটিএফের আধিকারিকরা। বাস এসে পৌছতেই তল্লাশি অভিযান চালানো হয়। বাসের ছাদ থেকে উদ্ধার হয় জাল নোট ভর্তি ব্যাগ। ব্যাগে ৬ টি বান্ডিল ছিল জাল নোটের। ৫০০ টাকার নোট ছিল প্রতিটি বান্ডিলে। দীর্ঘক্ষণ ধরে চলে নোট গোনার কাজ। অবশেষে ২ লক্ষ ৯৯ হাজার টাকার জাল টাকা পাওয়া যায়। বাজেয়াপ্ত করা হয় জাল নোট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম মানোয়ার শেখ। মালদহের কালিয়াচকের বাসিন্দা। মালদহ থেকেই বাসে উঠেছিল ওই ব্যক্তি। ক্যারিয়ার হিসেবে কাজ করেছে অভিযুক্ত। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কালিয়াচকে জাল নোটের কোনও কারখানা নতুন করে তৈরি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের মাথা পর্যন্ত পৌছনোর জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। আগেও দেখা গেছে মালদহের কালিয়াচক এলাকা থেকে জাল নোট বাজেয়াপ্ত হওয়ার ঘটনা। তবে বেশ কয়েক মাস জাল নোট শহরে ঢোকার খবর পাওয়া যায়নি। আবারও সক্রিয় হয়ে উঠেছে এই চক্র বলে দাবি পুলিশের। তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে এসটিএফ (STF)।