সুচারু মিত্র, সাংবাদিক : সমস্ত বুথ ফেরত সমীক্ষা কে ভুল প্রমাণিত করে দিয়ে ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে ফের পরাজিত করে হোয়াইট হাউস দখল ট্রাম্পের। ২৭৭ টি ইলেকট্রোরাল কে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নিজেদের জায়গা স্পষ্ট করে দিল রিপাবলিকানরা পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ২২৬ টি ইলেকট্রোরালে থেমে যেতে হল কমলা হ্যারিসকে। ভারতীয় সময় সাড়ে চারটে অর্থাৎ ভোর সাড়ে চারটের সময় শুরু হয়েছিল গণনা পর্ব। শুরু থেকে লড়াই দিলেও বেলা বারার সাথে সাথে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ব্যবধান বাড়তে থাকে এমনকি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ক্ষমতাও দখল করে নিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসন গুলি ছিল সেগুলিকে রিপাবলিকানরা জিতে গিয়েছেন। আপাতত সেনেটে পাবলিকানদের সদস্য সংখ্যা দাঁড়ালো ৫১ এবং ডেমোক্র্যাটদের সংখ্যা দাঁড়ালো ৪২। চার বছরে প্রথমবার সেনেটে দখল নিল রিপাবলিকানরা।
এখানেই শেষ নয় ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন এই ফলাফল নিয়ে। সুইং স্টেটের মধ্যেও দুটিতে হেরে গিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। নর্থ ক্যালোরিনা আর জর্জিয়া যেটা বোধহয় আরও তাকে পিছিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের থেকে। ২৫ টি প্রদেশে জিতেছেন ট্রাম্প,১৫ টি প্রদেশে জিতেছেন কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ভারতীয় বাজারও চাঙ্গা, শেয়ার সূচক উঠলো অনেকটাই উপরের দিকে। এমনকি বাংলাদেশের দিকেও ডোনাল্ড ট্রাম্প বিশেষ নজর দিতে পারেন তার মধ্যেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ট্রাম্প। এবার জেতার পর কি সেই সংখ্যালঘুদের জন্য কোন বার্তা দেবেন তিনি?… ইউনুস সরকারের জন্য কোন বিশেষ বার্তা থাকবে সদ্য জিতে প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পের তরফে? বাংলাদেশে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। তবে ড্রোনাল্ড ট্রাম্প কোন পথে বাজিমাত করলেন অনেকেই বলছেন হোয়াইট আমেরিকান ভোটারদের বাইরেও এনারাই এবং সর্বস্তরে পৌঁছে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । আর সেই সঙ্গে আমেরিকাকে গ্রেটার আমেরিকা বানানোর তার যে প্রয়াস সেটাই তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিল।