সোমবার বেলা বারোটায় বোলপুরের নিচু পট্টির বাড়ি থেকে বের হলেন অনুব্রত মন্ডল। গন্তব্য কালীঘাট। দীর্ঘ দিন পর ফের একবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন তিনি। উপলক্ষ্য তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-২০২২ এর ১১ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘ দিন জেল বন্দী ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর এবছর পুজোর আগে জামিন পেয়ে ফিরে এসেছেন বোলপুরের নিজের বাড়িতে। তিনি বোলপুরে ফেরার পরপরই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বীরভূম সফরে। তখন মনে করা হয়েছিলো অনুব্রত মণ্ডলের সঙ্গে হয়তো তাঁর সাক্ষাৎ হতে পারে। কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির মাত্র দেড় দুই কিলোমিটারের মধ্যে রাত্রিবাস করলেও সে যাত্রায় কেষ্ট দিদির সাক্ষাৎ হয় নি, যা নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল জেলা রাজনীতিতে। এবার অবশ্য তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। ফলে দীর্ঘ প্রায় আড়াই বছর পর ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন দিদির আদরের কেষ্ট।