সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- রবিবার গ্রেনেড হামলায় কেঁপে উঠল শ্রীনগর। শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হামলায় আহত হয়েছে অন্তত ৬ জন। আরও বাড়তে পারে আহতের সংখ্যা। শ্রীনগরের লাল চক বাজার এলাকায় পর্যটক সহযোগিতা কেন্দ্রের বিস্ফোরণটি হয়।
রবিবার ওই এলাকায় বাজার বসে। থিকথিক করে মানুষের ভিড়। স্থানীয়রা ছাড়াও পর্যটকদের ভিড় থাকে এই এলাকায়। সেই ভিড়ের মধ্যে হঠাৎই বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের খবর পেয়ে তৎক্ষণাৎ ওই এলাকায় পৌছয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘিরে ফেলা হয় সমগ্র লাল চক এলাকা। ভিড়ের মধ্যে এরকম ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। রবিবার হওয়ায় ভিড় ছিল যথেষ্ট। এমনকী পর্যটকদেরও ভিড় ছিল এদিন। বিস্ফোরণের পর প্রাণে বাঁচতে মানুষ দিকবিদিক দৌড়য়। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরই মধ্যে জখমদের বের করে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোথা থেকে বিস্ফোরণ করা হল তা এখনও স্পষ্ট না হলেও, একটি সূত্রের দাবি বাজারের একটি ঠেলা গাড়ির উপরে পণ্য সামগ্রীর মধ্যে থেকে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সিআরপিএফের বাঙ্কার। সেখানে হামলা করার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।