উপলক্ষ্য ছিল বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিন উদযাপন। সেই উপলক্ষে রাজারহাটের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর শাসনকালে এই রাজ্যে আদিবাসীদের জন্য কি কি করা হয়েছে, সেই ফিরিস্তি দেওয়ার সময়েই জঙ্গলমহলের সেই রক্তাক্ত দিনের কথা স্মরণ করলেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- একটা সময় জঙ্গলমহল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এর একটা বড় অংশ জুড়ে ছিলো মাওবাদীদের মুক্তাঞ্চল। রাজ্যে সেই সময় বামেদের সরকার। প্রায় প্রতিদিনই এই জেলাগুলোর কোথাও না কোথাও, একটা না একটা দেহ উদ্ধার ছিলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ২০১১ সালে রাজ্যে পালা বদলের পর এখন অবশ্য জঙ্গলমহল অনেকটাই শান্ত। জঙ্গল মহলের এই শান্ত থাকার কারণ এইসব অঞ্চলের প্রভূত উন্নয়ন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এখন জঙ্গলমহলের মানুষকে আর পিঁপড়ে খেয়ে থাকতে হয় না। ২০১১ সালে ক্ষমতায় আসার পর পরই জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য ২ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান আদিবাসীদের উন্নয়নে তাঁর সরকার কি কি কাজ করেছে।
বাম আমলে আদিবাসী উন্নয়ন দফতরের বাজেট যেখানে ছিলো ১৬০ কোটি টাকা, এখন সেটা বেড়ে হয়েছে দেড় হাজার কোটি টাকা। ৪৯ হাজার আদিবাসী মানুষ কে পাট্টা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই সময়েই মুখ্যমন্ত্রী বলেন, “জঙ্গলটা আগে ছিলো রক্তাক্ত, ক্ষুধার্ত। আজ তাঁদের বাঁচার অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি।” এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য কয়েকজনকে সম্মানিত করা হয়।