নাজিয়া রহমান, সাংবাদিক: কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হলেন কেমি বেডেনক। প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নেত্রী হিসেবে কনজার্ভেটিভ পার্টির প্রধান হলেন ৪৪ বছর বয়েসি এই মহিলা। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের পর নয়া দলনেত্রী হিসেবে কেমি বেডেনককে বেছে নিল ব্রিটেনের কনজার্ভেটিভ পার্টি। কেমি বেডেনক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট জেনেরিককে প্রায় এক লক্ষ ভোটে হারিয়ে এই পদে উঠে এলেন তিনি। চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয় ঘটে কনজার্ভেটিভ পার্টির। ১৮৩২ সালের পর এই প্রথম ২০২৪ এ শোচনীয় হার হয় কনজার্ভেটিভ পার্টির। এই প্রথম দুশোর কম আসন পেল এই পার্টি। যেখানে ৪১১টি আসন পেয়েছে লেবার পার্টি সেখানে মাত্র ১২১টি আসনে জয় পায় কনজার্ভেটিভরা। দলের এই শোচনীয় হারে চিন্তায় পড়েন দলের সদস্যরা। তাই সিদ্ধান্ত নেওয়া হয় দলের নেতা পরিবর্তনের নির্বাচন করার। আর তাতেই ব্যাপক ভোট পেয়ে জয়লাভ করেন কেমি বেডেনক। এবং ব্রিটেনের হাউস অফ কমন্সে বিরোধী নেত্রী হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকের জায়গা নিলেন কেমি। কনজার্ভেটিভ পার্টিতে প্রথম কৃষ্ণাঙ্গ নেত্রী হলেন তিনি। দলনেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সদস্যদের উদ্দেশে বার্তা দেন কেমি। তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক কঠিন কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল লেবার পার্টির সরকারকে জবাদিহি করা। এবং দ্বিতীয় কাজ হল আগামী কয়েক বছরের মধ্যে সরকার পরিচালনার দায়িত্বে ফেরার প্রস্তুতি শুরু করা।’ কেমির দায়িত্ব গ্রহনে খুশি দলীয় সদস্যরা। তাঁর নেতৃত্বে দল ফের ক্ষমতায় আসবে বলেও আশাবাদী দলের সদস্যরা। কেমি আরও জানান, ‘সময় এসেছে সত্য বলার।’ পাশাপাশি নির্বাচনে কেন এত খারাপভাবে ফল করল কনজারভেটিভ পার্টি দল তার জবাবদিহি করবেন বলেও প্রতিশ্রুতি দেন। দায়িত্বভার গ্রহণ করেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী কেমি। কেমির পাশে দাঁড়িয়েছে দলের অন্যান্য নেতৃত্বরা।