ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে জি ২০ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউট ভাসতে দেখা গেল ব্রাজিলের জলে। আদিবাসীরা প্রতিবাদ জানানোর জন্যই এই পদক্ষেও নিয়েছেন বলে জানা যাচ্ছে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: চলতি বছরের জি২০ সম্মেলন ব্রাজিলে আয়োজিত হবে আর তাতে সম্মেলনে যোগ দিতে শনিবার রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৮-১৯ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনে শামিল হবেন। তবে তার আগেই ব্রাজিলের জলে ভাসছে মোদীর কাটআউট।
জানা গেছে ব্রাজিলের আদিবাসীরাই এই ভাবে প্রতিবাদ করেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে দৃঢ় পদক্ষেপের দাবিকে সামনে রেখে পুতিন, নরেন্দ্র মোদী, বাইডেন, জিনপিংদের বিশাল বড় কাটআউট জলে ডুবিয়ে অভিনব প্রতিবাদ পন্থা বেছে নিয়েছেন আদিবাসীরা। ক্ষোভ ছিল দীর্ঘদিনেরই এবার তার বাস্তবায়ন হল এইভাবে প্রতিবাদের মাধ্যমে।
বোটাফোগো বে অঞ্চলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডের লিয়েন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা,
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখের বিশাল কাটআউট জলে ডুবিয়ে রাখা হয়। সেখানে যারা পরিবেশবিদ রয়েছেন তারা জি২০ দেশগুলির নেতাদের উদ্দেশ্যে ব্যানারের মাধ্যমে বিশেষ বার্তাও তুলে ধরেন। যাতে লেখা ছিল, ‘জি২০: সময় শেষ। পরিবেশ নিয়ে পদক্ষেপ করুন নয়ত ডুবে যান।’
উল্লেখ্য শনিবার দুপুরেই নাইজেরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন মোদী। আগামী দু’দিন সেখানেই কাটাবেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা সেই দেশে পা রাখতে চলেছেন। শনি এবং রবিবার দুদিন নাইজেরিয়াতেই থাকবেন এবং সোমবার পৌঁছবেন ব্রাজিলে। এ বিষয়ে মোদী বলেন, ‘‘নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে এই প্রথম বারের জন্য সে দেশে যাওয়া। পশ্চিম আফ্রিকার দেশগুলির মধ্যে নাইজেরিয়া ভারতের অন্যতম বন্ধু দেশ। এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে।’’ এবার দেখার বিষয় ব্রাজিলে পৌঁছনোর পর মোদীকে কোন অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিনা!