শহর কলকাতায় বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় আহত এক কিশোর। ঘটনাটি ঘটেছে পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি খেলার মাঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: শহর কলকাতায় বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় আহত এক কিশোর। ঘটনাটি ঘটেছে পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি খেলার মাঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটুলি থানার পাশেই একটি মাঠে বিস্ফোরণ হয়। স্কুল ছুটি থাকায় মাঠে খেলতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্র। বোমাটি দেখে বল ভেবে খেলতে যায় সে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। রক্তাক্ত হয় ওই কিশোর।
এক প্রত্যক্ষদর্শী যেমন জানাচ্ছেন যে দুই কিশোর মেলার মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল দূরে চলে যাওয়ার ফলে সেই বল কুড়োতে যায় এক কিশোর। আরেকজন দৌড়ে গিয়ে দেখে ঝোপের ভিতর সাদা কাগজে মোড়া একটি গোলাকার বস্তু পড়ে রয়েছে। সেটি বল ভেবে কুড়িয়ে নেয় কিশোর। খেলতে গিয়েই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। দৌড়ে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরা দেখেন এক কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরচ্ছে। মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আরেকজন আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছে।
স্নিফার ডগ নিয়ে আসা হয় তদন্তের জন্য। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য এলাকা জুড়ে। পুজোর মধ্যে কে বা কারা মাঠে বোমা রেখে গেলেন, সেই প্রশ্ন উঠছে।