সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পুরীর মন্দির দর্শনে গেছিলেন একদল বাঙালি পর্যটক। সেখানেই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। মন্দিরের ভিতরে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পর্যটকদের তরফ থেকে পাল্টা পুলিশ কর্মীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করা হয়। শনিবার মন্দির দর্শনে গিয়েছিল বাঙালি পর্যটকদের একটি দল। সেই সময় জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশকর্মী। তাঁর সঙ্গে বচসা বাঁধে পর্যটকদের। পরে তা হাতাহাতিতে গড়ায়। ধস্তাধস্তিতে পুলিশকর্মী আহত হন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিংহদ্বার থানায় এফআইআর দায়ের করেন ওই পুলিশ কর্মী। মন্দিরের পুলিশকর্মীদের দাবি মন্দিরে আসা পুণ্যার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন সেই বিষয়টি দেখাশোনার দায়িত্ব ছিল গুপ্তেশ্বরের ওপর। নির্দেশ মতো তিনি ঘণ্টিদ্বারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিন ৫ জন বাঙালি পর্যটকের ওই দলটি মন্দিরের বেরোনোর দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তাতেই বাধা দেন গুপ্তেশ্বর নামে ওই পুলিশ কর্মী বলে দাবি তাঁর। আর সেই কারণেই ২ পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরই পুলিশকর্মীর উপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও পর্যটকদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা, বরং ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয়েছে সিংহদ্বার থানায়। তাঁদের দাবি, এদিন মন্দিরে বিপুল পরিমাণ ভিড় ছিল। সেখানে তাঁরা আটকে পড়েছিলেন। তখনই গুপ্তেশ্বর রুত্রে নামে ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। এর থেকেই গোটা ঘটনার সূত্রপাত বলে জানাচ্ছেন পর্যটকরা। ইতিমধ্যেই থানায় ২ পক্ষকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখে পরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানা গেছে।