ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বাংলায় ৬টি বিধানসভা আসনের উপ নির্বাচনে ৬টিতেই জিতল তৃণমূল কংগ্রেস। প্রায় সব আসনেই বিপুল ব্যবধানে জিতেছে শাসক দল। এমনকি কোথাও কোথাও সাম্প্রতিক লোকসভা ভোটের তুলনায় ব্যবধানও অনেকটাই বাড়িয়ে ফেলেছে তারা।
আর জি কর আন্দোলন অসন্তোষের কোনও প্রভাব পড়ল না উপ নির্বাচনে। মমতাতেই ভরসা রাখছে বঙ্গবাসী।আরজি কর কাণ্ডের পর ১৪ অগস্ট রাতে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কলকাতায় ও শহরতলিতে দেখা গিয়েছিল, তা বাস্তব। সরকারের বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষের সেই অসন্তোষ বা ক্ষোভ রয়েছে। সেই সব মানুষের কাছে দূর্ভাগ্যের যে তাঁদের অসন্তোষকে পুঁজি করে শাসককে চেপে ধরতে যে ধরনের লড়াই বিরোধীদের করা উচিত ছিল তাঁরা তা পারেননি। আরজি কর কাণ্ডে প্রতিবাদ ছিল শহুরে। গ্রামে তার প্রভাব ছিল না। জবাবে বলা যায়, নৈহাটি তো গ্রাম নয়। পুরোদস্তুর একটা মফস্বল শহর। আরজি করের নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এই জনপদ। কিন্তু সেখানেও কোনও দাগ কাটতে পারলেন না বিরোধীরা। বরং বামেদের ভোট গত লোকসভা নির্বাচনের থেকেও কমে গেল।
ভোট হয় মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে। সব কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। ভোটের ব্যবধান কোথাও ৫০ হাজারের বেশি তো কোথাও আবার তা লাখ পেরিয়েছে। যা দেখে চওড়া হাসি ঘাসফুল শিবিরে।