ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: তিনি এখন দল থেকে সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য। বাড়িতে মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর কোলে বসে পড়েন বলে অভিযোগ। বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তিনবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে থানায় ডেকে। এই ঘটনায় দলের ভাবমূর্তি খারাপ হচ্ছিল। তাই তাঁকে সাসপেন্ড করে পার্টি। এবার নিজের বাড়িতে নিজেই বসালেন সিসি ক্যামেরা। ক্যামেরা বসানো হয়েছে বৃহস্পতিবার। পরিস্থিতির প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানান সিপিএম নেতা তন্ময় বাবু। তিনি বলেন, আগামীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রতিমুহূর্তের ফুটেজ থাকবে। যাতে এই ধরণের অভিযোগের মুখোমুখি তাঁকে হতে না হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। এই অভিযোগের ভিত্তিতে সিপিএমের পক্ষ থেকে সেদিনই তাঁকে সাসপেন্ড করা হয়। মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে জানান, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি।