শুক্রবারই দার্জিলিং থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে রাজারহাটে আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে পাহাড়ের মানুষদের গানের সুখ্যাতি করছিলেন মুখ্যমন্ত্রী। তখনই প্রসঙ্গক্রমে তাঁর গলায় বিখ্যাত সঙ্গীতকার রাহুল দেব বর্মণ এর এই বিখ্যাত গানের কলি শোনা গেল।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- তিনি নিজে গান লেখেন, সুর দেন, এমনকি পুজোর অ্যালবামে নিজে গলাও মেলান। হেন কোনো রবীন্দ্র সংগীত নেই যা তিনি জানেন না। সেই সংগীত প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কি না ক্যাবারে গানের কথা ! কারণ টা অবশ্য তিনি নিজেই জানালেন।
অনেক বছর আগে একবার ইউনাইটেড নেশনস এর একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিদেশে গিয়েছিলেন। সেই সময় একদিন হোটেলের জানালা দিয়ে তিনি দেখেন নিচের রাস্তায় কার্নিভালের মতো কিছু একটা হচ্ছে। উৎসাহ নিয়ে সেটা দেখতে দেখতেই তাঁর কানে আসে এমন একটি সুর যা তখন এদেশে খুবই জনপ্রিয়। মুখ্যমন্ত্রী বলেন, আমি গানের সুর শুনে যা বুঝলাম সেটা একদম আমাদের ‘মনিকা, ওহ মাই ডার্লিং’ গানের মতো। তখন আমি বুঝলাম এই গানটা কোথা থেকে এসেছে।” তিনি আরও বলেন, বাংলায় একটা কালচার আছে। বাঙালিরা স্নান করতে করতেও গান করেন। তিনি নিজে বিএড করার সময় নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো গান গেয়েছিলেন বলেও জানান।