সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বিমান বন্দর, শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক ঐতিহাসিক সৌধ উড়িয়ে দেওয়ার হুমকির পরে, এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উড়িয়ে দেওয়ার হুমকি ফোন তাঁদেরই কাস্টমার কেয়ারে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার তরফ থেকেই এই হুমকি ফোন আসে বলে দাবি করা হয়েছে ফোন করে। “লস্কর-ই-তৈবার সিইও বলছি”, ফোনের ওপারের কণ্ঠ থেকে শোনা যায় বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও বলে, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া হবে”, রিজার্ভ ব্যাঙ্কের বান্দ্রা শাখায় বোমা রাখা আছে বলে জানায় হুমকিকারী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ারে ফোন আসে। কে বলছেন জিজ্ঞাসা করায়, এই প্রশ্ন করতেই উড়ো ফোন করা ব্যক্তি গম্ভীর গলায় বলেন, লস্কর-ই-তৈবার সিইও বলছেন। এরপর নাকি গানও গায় ফোনের ওপারের ব্যক্তি। এই হুমকি ফোন আসার পরেই মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল নম্বর ট্রেস করার কাজ চলছে।