কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৩০ নভেম্বর কলকাতায় সমাবেশের ডাক তৃণমূল সংখ্যালঘু সেলের।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকাফ বিল নিয়ে ইতিমধ্যেই নিজেদের বিরোধিতার কথা জানিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসও যে বিরোধিতার পথেই হাঁটতে চলেছে তা পরিষ্কার হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেন। এই ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা আরো প্রবলভাবে করার জন্য একদিকে যখন রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল তখনই রাস্তাতেও নামতে চলেছে তৃণমূল সংখ্যালঘু সেল।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৩০ নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল সংখ্যালঘু সেল। মূলত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতাতেই এই রাস্তায় নামা। ঐদিন রাজ্যের প্রতিটি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু স্যারের সদস্যরা উপস্থিত হবেন বলে জানা গিয়েছে। সমাবেশের প্রধান বক্তা ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন রাজ্য বিধানসভায় সরকারিভাবে প্রস্তাব এনে সেটা পাস করে কেন্দ্রের কাছে পাঠানো হবে তার পাশাপাশি রাস্তাতে নেমেও বিরোধীতার পথে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের উপর জোর বাড়াতে চাইছে।