সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিদের হাতে খুন ডিফেন্স ফোর্সের ২ সদস্য। জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের পর থেকেই লাগাতার জঙ্গি সক্রিয়তা রয়ে গিয়েছে। কয়েকদিন আগে শ্রীনগরে গ্রেনেড হামলার পর ফের বৃহস্পতিবার গভীর রাতে কিস্তওয়ার জেলায় ২ গ্রামরক্ষা বাহিনীর সদস্যকে অপহরণ ও খুন করে জঙ্গিরা। নিহত ২ জন ওহলি-কুন্তওয়ারা গ্রামের বাসিন্দা। নিহতদের নাম নাজির আহমেদ ও কুলদীপ কুমার। ভিলেজ ডিফেন্স ফোর্সের ২ সদস্যকে মুঞ্জলা ধর জঙ্গল থেকে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গলে তারা গরু চড়াতে গিয়েছিল। সেখান থেকে তাঁদের অপহরণ করে খুন করে জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন “কাশ্মীর টাইগারস” এই হত্যার দায় স্বীকার করে। চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহের ছবিও পোস্ট করে তারা।