Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বিতস্তার জল ছাড়ল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি। ঘরছাড়া বহু। জরুরি অবস্থা জারি প্রশাসনের। ভারতের পদক্ষেপকে ‘জল সন্ত্রাস’ বলে উল্লেখ পাক কর্তৃপক্ষের। 
  • আরব সাগরে যুদ্ধের মহড়া ভারতীয় নৌসেনার। রবিবার সকাল থেকে বাহিনীর একাধিক রণতরী আরব সাগরে মহড়ায় ব্যস্ত। চলছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
  • দল থেকে বহিস্কৃত প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। দলের মহিলা নেত্রীকে অশ্লীল মন্তব্যের অভিযোগ। যা ‘ভার্চুয়াল যৌন হেনস্থা’র সমান।
  • ভারতের পাশে FBI। জঙ্গি হামলায় নিহতদের প্রতি সমবেদনা FBI-এর।
  • ‘পাকিস্তানকে সেই ভাষাতেই বোঝাতে হবে,যে ভাষা তারা বোঝে। এটা সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয়। সময় এসেছে দাবি করার পাক অধিকৃত কাশ্মীরের।’ পেহলগাঁও নিয়ে বিস্ফোরক পোস্ট অভিষেকের।
  • BRICS বৈঠকে যোগ নাও দিতে ভারত। পাহেলগাঁও ঘটনার কারণে এই সিদ্ধান্ত। ৩০ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠিত হবে ব্রিকস বৈঠক।
  • পহেলগাঁও হামলার নিন্দা ইরানের। নরেন্দ্র মোদীকে ফোন ইরানের প্রধানমন্ত্রীর। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনাতেও গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।
  • জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১। ডোমজুড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
  • রামপুরহাটে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি।  গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সুদীপ বাসকি (২৮) ।
  • আটক জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে বিএসএফ জওয়ানরা। রবিবার সকালে ৮-১০ জনের প্রতিনিধি দল যান তাঁর বাড়িতে।
  • কাশ্মীরকে অশান্ত করতেই ষড়যন্ত্র। মন কি বাত-এ দাবি প্রধানমন্ত্রীর। ‘কেউ ছাড় পাবে না।’ হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর।
  • ২০২৪-এর নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেফতার মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া। পাটনা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
  • কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে হিন্দু ঐক্য মঞ্চের মিছিল। উঠল স্লোগানও। বিএসএফ জওয়ান পূর্নম সাউয়ের মুক্তির দাবিতে মিছিল। পাক প্রধানমন্ত্রীর ছবিতে জুতো মারেন বিক্ষোভকারীরা।
  • বান্দিপোরায় জামিল আহমেদের বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য জামিল।
  • দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি কাশ্মীরে। লস্কর, জৈশ, হিজবুল্লার ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ। এদের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি কার্যকলাপের অভিযোগ।
  • রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা।
  • New Date 2025-4-28
  • New Time 04:10:51 AM
দৃঢ় হচ্ছে ইউনুসের পাক-প্রেম ?

16
November 2024

দৃঢ় হচ্ছে ইউনুসের পাক-প্রেম ?

মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে নোঙর করল পাকিস্তানি জাহাজ। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের হাই কমিশন। এই ঘটনাকে ঐতিহাসিক বলেও অভিহিত করা হচ্ছে। কারণ, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পর এই প্রথম কোনও পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে এল। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয় জাহাজটি। করাচি থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রামে প্রথমবার কোনও জাহাজ নোঙর করা হল। এই জাহাজের নাম উয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এই জাহাজে ৩৭০টি কন্টেনারে করে পণ্য ভরা ছিল। নোঙর করার সময়, জাহাজে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি জানান, পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এটি প্রধান পদক্ষেপ। এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে, কমিয়ে দেবে ট্রানজিটের সময়। উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ করে দেবে বলেও মন্তব্য করলেন পাক হাইকমিশনার।
মাস তিনেক আগে বাংলাদেশজুড়ে চরম অশান্তি শুরু হয়েছিল। অশান্তির জেরে দেশ ছাড়ত বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বাংলাদেশে দায়িত্বে আসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

এই পরিস্থিতিতে পাকিস্তানের জাহাজ নোঙর করার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে প্রথম থেকেই চর্চা শুরু হয়েছিল। চট্টগ্রাম বন্দরে এই জাহাজের প্রত্যাবর্তন তারই অংশ বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে ক্রমশ সুস্পষ্ট হচ্ছে মহম্মদ ইউনুসের পাকপ্রেম। তবে কি বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে? বিশ্লেষকরা জানাচ্ছেন, এমনটা হলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে মানতে নারাজ মহম্মদ ইউনুস। মুজিবুর রহমানের ওই স্বীকৃতি কেড়ে নিতে বাংলাদেশ হাইকোর্টে সওয়ালও করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। এর পরেই বাংলাদেশের চট্টগ্রামে নোঙর করল পাক জাহাজ। করাচি থেকে সারাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায়, দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ আরও দৃঢ় হবে বলে পাকিস্তান টুডেকে জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের তরফে।

তবে পাকিস্তান ও বাংলাদেশের এই উষ্ণ সম্পর্কের জেরে উদ্বেগে রয়েছে ভারত। কারণ পাক-বাংলাদেশের এই সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল লাগোয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। ভারতীয় এই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই জলপথ ব্যবহার করে চোরাচালানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০০৪ সালে চট্টগ্রামে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালিত একটি অস্ত্র চালান ধরা পড়েছিল। যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করার ঘটনা। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী উপদেষ্টা মহম্মদ ইউনুসের আমলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের রসায়ন যে পর্যায়ে পৌঁছচ্ছে, তা ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে উঠছে ভারতের পক্ষে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election