সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ডিউটি চলাকালীন কাউকে দেখা যায় সেলফি তুলতে তো কেউ রিলস বানান, ভ্লগ বানাতেও দেখা গেছে অনেককে। এই সব কারণে ডিউটি শিকেয় উঠছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা বা সুরক্ষা বিধি নিয়েও। পুলিশ কর্মীদের এহেন আচরণের জন্য এবার কড়া পদক্ষেপ হরিয়ানা সরকারের। সোমবার থেকে গোটা হরিয়ানাতে লাগু করা হল এই নতুন নিয়ম। সেই রাজ্যের ডিজির তরফ থেকে পাঠানো নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে চলে গেছে। ডিউটি শুরুর সময় সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকের কাছে জমা দিতে হবে মোবাইল। কোনও পুলিশ কর্মীর কাছে অফিস প্রদত্ত মোবাইল থাকলে তা শুধু মাত্র প্রশাসনিক কাজের জন্যই প্রয়োজনমতো ব্যবহার করতে হবে। ডিউটিরত অবস্থায় থাকলে বাকি সময়ে সেটি বন্ধ রাখার নির্দেশ। পুলিশের চাকরির শর্ত এটাই যে, কর্তব্যরত পুলিশ কর্মী মোবাইল ব্যবহার করতে পারবে না। তবে এই বিধি নিষেধ বেশিরভাগ পুলিশই মানছেন না। সোশ্যাল মিডিয়া ভরে গেছে পুলিশ কর্মীদের তৈরি ভিডিওতে, বলে দাবি হরিয়ানা পুলিশের এক পুলিশ কর্তার। তিনি আরও বলেন, ভিভিআইপি ডিউটিতে থাকাকালীন পুলিশ কর্মীরা এই ধরণের কাজ করছে যা আইন বিরুদ্ধ। এমনকী সংশ্লিষ্ট ভিভিআআইপির সঙ্গে ছবি তোলা থেকেও বিরত থাকছেন না তাঁরা। ফলে নির্দেশিকা জারি করে এই ধরণের কাজ করতে নিষেধ করা হয়েছে। আগামী দিনে এরাজ্যেও এই ধরণের নির্দেশিকা জারি হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। হরিয়ানা পুলিশ দৃষ্টান্ত স্থাপন করল বলেই অভিমত পুলিশ মহলের। হরিয়ানা পুলিশের নির্দেশিকায় রয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ভিভিআইপি ডিউটি, রেইডে গেলে এই নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে।