সাধারণ মানুষ হতাশ। অভয়া ধর্ষণ-খুনে জামিন পেলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আর এর প্রতিবাদে আজ ফের রাজপথে চিকিৎসকরা।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: চার মাস পরেও সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না সিবিআই আর এর প্রতিবাদে শনিবার পথে নামছেন চিকিৎসকরা। একদিকে সিনিয়র চিকিৎসক এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান এবং এর পাশাপাশি ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে প্রতিবাদ সভা।
সকলেই বলছেন এতদিন ধরে চলা এত আন্দোলন, এত প্রতিবাদ এত রাত জাগার ফল শুন্য। যার বিরুদ্ধে এত এত অভিযোগ সেই সন্দীপ ঘোষের জামিন সকলকেই হতাশ করেছে আর তাই প্রতিবাদ হওয়া দরকার এই কারণেই শনিবার আরও একবার রাজপথে দাবি উঠবে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাধ্যমে।
শুক্রবার সন্ধ্যায় আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।এরপর রাতে বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও চূড়ান্ত করে ফেলেন তারা। এদিনের অভিযানে সিনিয়র চিকিৎসকরাও থাকবেন।