সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- সম্প্রতি অসমে প্রকাশ্যে গোমাংস বিক্রি এবং পরিবেশন নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। বুধবারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সরকারের সিদ্ধান্তকে ঘোষণা করে জানিয়েছেন। এই ঘোষণাকে ঘিরে আলোচনা বা বিতর্ক থাকলেও সেই পথেই হাঁটতে চলেছে দেশের আরও দুটি রাজ্য। ইতিমধ্যে বিহার এবং ওড়িশাতে গরুর মাংস বন্ধ করার দাবি তোলা হয়েছে। অসম সরকার গোমাংস নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক। বিহার ও গোমাংস নিষিদ্ধ করা উচিত, বলে দাবি করেছেন বিহারের সুপল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জনতা দল ইউনাইটেডের নেতা দিলেশ্বর কামাইত।
অন্যদিকে ওড়িশাতেও পরিকল্পনা চলছে গোমাংস নিষিদ্ধ করার। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, “গোহত্যা বন্ধ করা নিয়ে আইন আনা হচ্ছে ওড়িশায়”।
ইতিমধ্যেই ওড়িশায় গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। গোহত্যার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ২ বছরের জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে বলে নির্দেশ রয়েছে। প্রসঙ্গত, বিজেপি সাংসদ গিরিরাজ সিং অনেক আগেই গরুর মাংস নিষিদ্ধ করার দাবি তোলেন।