সুচারু মিত্র সাংবাদিক : আবেগঘন মুহূর্তে চোখে জল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনাকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেট তারকা রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে ব্রিসবেনে টেস্ট চলছে। সেই টেস্ট সিরিজের মাঝেই সাংবাদিক বৈঠক করে নিজের অবসরের কথা জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে আইপিএলেও খেলবেন এই মরসুমে তিনি এ কথাও জানিয়ে দিলেন। টেস্ট ক্রিকেটে তার ৫৩৭টি উইকেট রয়েছে তাছাড়াও সাড়ে তিন হাজারের ওপর রানও করেছেন তিনি। বিগত এক বছর ধরে খুব একটা ভালো ফর্মে নেই রবিচন্দ্রন অশ্বিন। তবে অতীত ঘাটলে দেখা যায় ভারতকে অনেক সময় চালকের আসনে নিয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের কাঁধে ভর করে বারবার জয়লাভ করেছে ভারত। তার সেই ক্যারাম বল আজও বিখ্যাত। তার সেই বোলিং প্রদর্শন দেখার জন্য অপেক্ষা করে থাকতো গোটা বিশ্ব। ভারতের ক্রিকেট প্রেমীদের কিছুটা মন খারাপ হলেও স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে বিদায় নিলেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনা থেকে বিদায় নেওয়ার আগে ড্রেসিংরুমে বসেই চোখে জল দেখা যায় অশ্বিনের। তাকে শান্ত করেন বিরাট কোহলি। রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে আলোচনার পরেই ক্রিকেট কে বিদায় জানানোর সিদ্ধান্ত তিনি নিয়ে নেন। এরপরেই সাংবাদিক বৈঠকে গিয়ে গোটা সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে আইপিএলে তার বোলিং প্রদর্শন দেখা যাবে এটাও আরও একবার নিশ্চিত করেছেন অশ্বিন। ভারতীয় স্প্রিং অ্যাটাকে এক সময়কার স্তম্ভ রবি চন্দ্রন অশ্বিন। তবে তিনি মনে করেন নতুনদের সবসময় জায়গা দেওয়া দরকার তাই খেলায় থাকতে থাকতে বিদায় নেওয়া উচিত বলে মনে করেন তিনি আর সেই কারণেই এই চূড়ান্ত সিদ্ধান্ত।