উচ্চ মাধ্যমিকের ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে ফের কিছটা বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই বদলে পাঠ্যক্রমের চতুর্থ সেমেস্টারের ইতিহাসকে আরও ইন্টারেস্টিং করা হয়েছে। শিক্ষার্থীদের উপযোগী করে পরিবর্তন করাকে স্বাগত জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক -শিক্ষিকারা।
নাজিয়া রহমান, সাংবাদিক: উচ্চ মাধ্যমিকের ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে ফের কিছটা বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।শিক্ষার্থীদের উপযোগী করে পরিবর্তন করাকে স্বাগত জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক -শিক্ষিকারা। এই বদলে পাঠ্যক্রমের চতুর্থ সেমেস্টারের ইতিহাসকে আরও ইন্টারেস্টিং করা হয়েছে। যেখানে পুুঁথিগতবিদ্যার পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণকর্মসূচি রাখা হয়েছে। যা শিক্ষার্থীদের কাছে খুব আকর্ষণীয় হবে বলে মত ইতিহাসের শিক্ষকদের। এই প্রজেক্ট ওয়ার্কে নিকটবর্তী ঐতিহাসিক স্থানে ভ্রমণ এবং মিউজ়িয়মের মত পরিদর্শনীয় বিষয়গুলি যুক্ত করা হয়েছে। তবে শুধু ভ্রমণ করলেই হবে না ঐতিহাসিক নিদর্শন নিয়ে পরীক্ষায় লিখতেও হবে শিক্ষার্থীদের । এই বিষয়ে পরীক্ষায় ২০ নম্বর ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালে যখন পরিবর্তন করা হল উচ্চ মাধ্যমিকের সিলেবাস তখন এতটা আগ্রহশীল করা হয়নি ইতিহাসকে।তখন ইতিহাসের সিলেবাসে এই ধরনের কোনও প্রশিক্ষণমূলক কর্মসূচির উল্লেখ ছিল না। কিন্তু পাঠ্যক্রম পরিমার্জনের পর এই নতুন বিষয় সংযোজন করা হওয়া খুশি শিক্ষার্থীরা।এই নয়া সংযোজনে খুশি ইতিহাসের শিক্ষকেরা। তাঁদের বক্তব্য, ইতিহাস মানে শুধু প্রচুর লেখা আর মুখস্থ করা নয়। স্কুলের চার দেওয়ালের বাইরে বেরিয়ে প্রশিক্ষণমূলক ভ্রমণের মাধ্যমে স্থানীয় ইতিহাস জানা অত্যন্ত জরুরি। তাতে শিক্ষার্থীদের যেমন জ্ঞানের বিকাশ হবে, পাশাপাশি কোনও জায়গার ঐতিহাসিক গুরুত্বের সঙ্গেও পরিচিত হবে তারা। তবে ইতিহাসের পাঠ্যক্রমে শুধু শিক্ষামূলক ভ্রমণ ছাড়াও পরিবর্তিত পাঠ্যক্রমে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতের কি পরিস্থিতি হয়েছিল, তা-ও যুক্ত করা হয়েছে। আবার যেম বাদ পড়েছে আমেরিকা, চিন এবং পাকিস্তানের সাপেক্ষে পরিবর্তিত বিদেশনীতি। তেমনই এর জায়গায় আনা হয়েছে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস। ইতিহাসের সিলেবাসে এই পরিবর্তন আগের তুলনায় ছাত্র ছাত্রীদের উপযোগী হয়েছে বলে মত শিক্ষকমহলে অনেকের।