অশান্ত ওপার বাংলা। আর উত্তপ্ত এই বাংলাদেশে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে ইসকনকে।এই আবহেই ফের আগুন লাগানো হল ইসকনের আরও এক মন্দিরে। পুড়ে ছাই লক্ষ্মী নারায়ণের মূর্তি।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তার দাবি, ‘বাংলাদেশে নামহাট্টায় ইসকনের আরও একটি কেন্দ্র পুড়ে গিয়েছে। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা’।
এক্স হ্যান্ডেলে রাধারমণ দাস আরও জানিয়েছেন, শুক্রবার রাত ২টো থেকে ৩টের মধ্যে রাধাকৃষ্ণ মন্দির ও মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে এই হামলা চলে। ঢাকা জেলার তুরাগ থানা এলাকার ধৌর গ্রামে নামহট্ট সঙ্ঘটি রয়েছে। মন্দিরের উপরিভাগে থাকা টিন খুলে ভিতরে পেট্রল জাতীয় কিছু অতিদাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে ইসকনের অভিযোগ।
এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার হিন্দু মন্দিরে হামলা চালানোর অভিযোগ ঢাকায়। নামহট্টের আরও একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল সম্প্রতি।
উল্লেখ্য চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফাতারির পর থেকে পরিস্থিতি আরও বেগতিক হয়। ইসকনের একাধিক সন্ন্যাসীকে গ্রেফতারের পাশাপাশি মন্দিরে ভাঙচুর চালানোরও অভিযোগ তোলা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালীন হিন্দুদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন ভারত।