এবার শীতে জুবুথুবু হবে বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার রেস কাটতে না কাটতেই নিম্নমুখী পারদ। সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বঙ্গবাসীর মুখে মুখে একটাই কথা জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডাটা।
নাজিয়া রহমান, সাংবাদিক: অবশেষে জাঁকিয়ে শীত বঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার রেস কাটতে না কাটতেই নিম্নমুখী পারদ। সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বঙ্গবাসীর মুখে মুখে একটাই কথা জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডাটা। এদিন সকাল থেকেই বাংলার জেলায় জেলায় কুয়াশা সেইসঙ্গে ঠাণ্ডার দাপট শুরু হয়েছে। যার জেরে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ কমবেশি সব জেলায় সকালের দিকে থাকবে কুয়াশা। তবে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে ৬ জেলায়। বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের ছ’টি জেলার দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। তাই ওই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। ওই দুটি জেলায় কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। অন্য দিকে শুক্রবার সকালের দিকেও থাকবে ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেখানে জারি করা হয়নি সতর্কতা। এবার আশা যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। রাজ্যের এই অংশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।বৃহস্পতিবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুক্রবার সকালের দিকে আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে এখানে উত্তরবঙ্গের মতো কোথাও সতর্কতা জারি করা হয়নি। আগামী মঙ্গলবার আবহাওয়া এমনই থাকবে বলে মত আবহাওয়াবিদদের।