নাজিয়া রহমান সাংবাদিক : আদালতের নির্দেশ মেনে চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। সমাপ্ত হয়েছে প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া। এবার উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার তোড়জোড় চলছে।প্রথম রাউন্ডে দফায় দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে বহু চাকরিপ্রার্থীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান,মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগেই সিলমোহর দিয়েছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা আর দ্রুততার সঙ্গে সাড়ে আট হাজারেরও বেশি কর্মপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডেকে সাড়ে ছয় হাজারের বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে ধরিয়ে দিয়েছেন অনুমোদন পত্র। এখন লক্ষ্য এই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে ঘোষিত শূন্যপদ দ্রুত পূরণ করা যায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আরো আলোকজ্বল বাংলা গঠনের প্রতিশ্রুতি হয়ে উঠুক আমাদের সুস্পষ্ট পদক্ষেপ।” উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকুরিপ্রার্থীদের কাউন্সেলিং এর জন্য ডাকা হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। স্কুল কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। ১৬ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের ডাকতে পারে বলে সূত্রের খবর। যদিও কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সঠিক তারিখ ঘোষণা করবে কমিশন।প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে খবর। প্রথম রাউন্ডে
প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৭২ জন। এবার দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিং- এ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে ২,০৭২টি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের। পাশাপাশি কমিশনের নিয়ম অনুযায়ী কোনও কোনও চাকুরিপ্রার্থী সুপারিশ পত্র পাওয়ার ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি কেউ না দেয় তাহলে সেই পদটি শূন্য হিসেবেই ধরা হবে। তাই বছরের শেষে শূন্য পদের সম্পূর্ণ তথ্যের ভিত্তিতেই হবে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং বলে জানা গেছে।