৯ই আগস্ট এর ঘটনার পর কেটে গিয়েছে এতগুলো দিন এখনো বিচার পাইনি আরজিকর কবে আসবে ন্যায়বিচার সেই প্রশ্ন তুলেই বুধবার ফের রাজপথে নামলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের যৌথ ডাকে বুধবার ধর্মতলারের ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী গনজমায়েতের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের কাছ থেকে মিলল না অনুমতি তাই ডোরিনা ক্রসিংয়ের বদলে y চ্যানেলে হল প্রতিবাদী সমাবেশ।
বুধবার ধর্মতলার ওয়াই চ্যানেলে আরো একবার সকলের সমবেতভাবে স্লোগান তুললেন উই ডিমান্ড জাস্টিস। এদিন বেশ কিছুক্ষণ সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে নিজেদের ক্ষোভ উজাড় করে দেন। সকলের একটাই বক্তব্য এতগুলো দিন পেরিয়ে যাবার পরেও ন্যায় বিচার এলোনা উল্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। এদিন সকলে আরো একবার প্রশ্ন তুললেন ৯০ দিন পার করেও সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না?
চিকিৎসক পূন্যব্রত গুণ জানান একবার সমাবেশের জায়গা পরিবর্তন করে পুলিশ তাদের মনোবল ভাঙতে পারবেনা এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা তবু তারা দমেননি। আগামী দিনে এরকম ভাবেই তারা লড়াই জারি রাখবেন
এর পাশাপাশি ধর্মতলায় রানী রাসমণি রোডে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। কমপক্ষে সাত থেকে আট দিন এই কর্মসূচি চালাতে চান চিকিৎসকরা। বুধবার আদালতের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি তাই চিকিৎসকরা আশাবাদী পরবর্তী শুনানিতে নিশ্চয়ই তারা ইতিবাচক কিছু শুনবেন।