সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বাজার, দোকান হোক বা অটো- ক্যাব। সব ক্ষেত্রেই ইউপিআই (UPI) পেমেন্টের জনপ্রিয়তা সাড়া জাগানো। ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface). বর্তমানে যেকোনও ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট আর্থিক লেনদেনের মাধ্যমকে সহজ করে তুলেছে। তথ্য অনুযায়ী, অনলাইন লেনদেনের পরিমাণ দিন-দিন বেড়ে চলেছে। চলতি বছরের অক্টোবরে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা (UPI) এর মাধ্যমে আর্থিক লেনদেন সর্বোচ্চ সীমায় পৌছয়। ২০১৬ সালে ইউপিআই (UPI) এর মাধ্যমে দেশে লেনদেন শুরু হয়। ২০২৩ সালের অক্টোবরে ইউপিআই পেমেন্টের মাধ্যমে ১৬.৫৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। সবমিলিয়ে তা হয়েছে ২৩.৫ লক্ষ কোটি টাকা। এই বছরে অক্টোবরের তুলনায় নভেম্বরে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন কমলেও গতবছরের নভেম্বরের থেকে তা অনেকটাই বেশি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তথ্য অনুযায়ী, এই বছরের নভেম্বরে ইউপিআইয়ের মাধ্যমে ১৫.৪৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। যা গত বছরের নভেম্বরের থেকে প্রায় ৩৮ শতাংশ বেশি। সবমিলিয়ে এই বছরের নভেম্বরে ইউপিআইয়ের মাধ্যমে ২১.৫৫ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। টাকার হিসাবে, যা গতবছরের নভেম্বরের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি। এবারের নভেম্বরে প্রতিদিন ৫১৬ মিলিয়ন বার লেনদেন হয়েছে অর্থাৎ টাকার হিসাবে প্রতিদিন ৭১ হাজার ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এনপিসিআই (NPCI) এর তথ্য অনুযায়ী, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (IMPS) মাধ্যমে নভেম্বর মাসে আর্থিক লেনদেন হয়েছে ৫.৫৮ লক্ষ কোটি টাকা। অক্টোবর মাসে ফাসট্যাগ (FASTag) লেনদেন হয়েছে ৩৪৫ মিলিয়ন বার। এটাই নভেম্বরে হয়েছে ৩৫৯ মিলিয়ন বার। আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম (AePS) এর মাধ্যমে ৯২ মিলিয়ন বার আর্থিক লেনদেন হয়েছে। নভেম্বরে মোট ২৩ হাজার ৮৪৪ কোটি টাকা (AePS) এর মাধ্যমে লেনদেন হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ইউপিআই ( আর্থিক লেনদেনকে শুধু দ্রুত, সুরক্ষিত করেনি। এটা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদহীন অর্থনীতির দিকে নিয়ে গিয়েছে। আর্থিক বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে কেন্দ্রের উদ্যোগকে আরও মজবুত করেছে।
এনপিসিআই-র তথ্য বলছে, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (IMPS)মাধ্যমে নভেম্বরে লেনদেন হয়েছে ৫.৫৮ লক্ষ কোটি টাকা। অক্টোবরে FASTag লেনদেন হয়েছিল ৩৪৫ মিলিয়ন বার। সেটাই নভেম্বরে হয়েছে ৩৫৯ মিলিয়ন বার। আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমে (AePS) ৯২ মিলিয়ন বার লেনদেন হয়েছে। এই একমাসে মোট ২৩ হাজার ৮৪৪ কোটি টাকা AePS মাধ্যমে লেনদেন হয়েছে। ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট আর্থিক লেনদেনকে দ্রুত, সুরক্ষিত করেছে। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদহীন অর্থনীতি বা ডিজিটাল পেমেন্টে উন্নীত করেছে বলে দাবি কেন্দ্রের।