সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- তারাতলা, ঠাকুরপুকুরের পর এবার টালিগঞ্জ এলাকা। ভ্যাট থেকে উদ্ধার মধ্যবয়সী এক মহিলার কাটা মাথা। প্লাস্টিকে মোড়া মাথা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহাম রোড এলাকার একটি পরিত্যাক্ত ভ্যাটে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্ত মাখা কাটা মাথা স্বচ্ছ প্লাস্টিকে মোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয়দের চোখে পড়ে প্রথমে, এরপর খবর দেওয়া হয় ওই এলাকা অর্থাৎ ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্তকে। তিনি খবর দেন গল্ফগ্রীণ থানায়। প্রাথমিকভাবে গল্ফগ্রীণ থানার পুলিশ মাথাটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তবে ওই এলাকা রিজেন্ট পার্ক থানার অন্তর্গত হওয়ায়, পরবর্তীকালে রিজেন্ট পার্ক থানার পুলিশ যায়। ঘটনাস্থলকে ঘিরে দেওয়া হয় গার্ডরেল দিয়ে। একে একে ঘটনাস্থলে পৌছন দক্ষিণ ও দক্ষিণ শহরতলির ডেপুটি কমিশনার বিদিশা কালিতা ও হোমিসাইডের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক আধিকারিকরা। স্নিফার ডগ দিয়ে এলাকা খতিয়ে দেখা হয়। ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরের একটি আবাসনে দৌড়ে ঢোকে স্নিফার ডগ। সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা। আবাসনের নিচে জমে থাকা আবর্জনার স্তুপে থমকে যায় ডগ স্কোয়াডের কুকুরটি। সেই এলাকা খতিয়ে দেখে পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় আবাসনের বাসিন্দা থেকে গৃহসেবিকা, সকলকেই। যে ভ্যাট থেকে কাটা মাথা উদ্ধার করা হয়েছে সেখানে পুলিশের তরফ থেকে কোনও সিসিটিভি নেই। এলাকার ব্যক্তিগত সিসিটিভি ভরসা পুলিশের। পাশাপাশি এলাকায় নেই তেমন কোনও বাতিস্তম্ভ। জনবসতিপূর্ণ এলাকা হলেও সন্ধের পর নির্জন হয়ে যায় ওই এলাকা। স্থানীয়রাই গ্রাহাম রোডের ওই এলাকা এড়িয়ে চলেন। অভিযুক্ত এলাকা সম্পর্কে ওয়াকিবহাল ছিল বলে মনে করছে পুলিশ। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আশেপাশের এলাকায় কেউ নিখোঁজ ছিল কিনা তাও দেখা হচ্ছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুনের কারণ কী তা তদন্ত করছে পুলিশ।