আধুনিক প্রজন্ম তেল থেকে কিছুটা হলেও বিমুখ। কারণ চুল মাখলে শ্যাম্পু না করে বাইরে যাওয়া যায় না অন্যদিকে তেলই তো চুলের অন্যতম প্রিয় খাদ্য। তাই রইল ঘরোয়া উপায়ে কিছু হেয়ার কেয়ার টিপস।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: তেল দিলে চুল মারাত্মক মজবুত হয় তা তো বলাই বাহুল্য। তাই চুলের যত্নে কিন্তু তেল মাস্ট। আসুন ঘরোয়া উপায়েই কিছু তেলের হদিশ দেওয়া যাক।
১. রোজমেরি অয়েল
রোজমেরি কিন্তু চুলের জন্য মারাত্মক রকম ভালো। রোজমেরি ওয়াটার যেমন চুলের বৃদ্ধিতে খুব কাজ করে রোজমেরি অয়েলও দারুণ। কিভাবে বানাবেন—
গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে দিন রোজমেরির পাতা, রোজমেরি আপনি অনলাইনে বা শপিং মলেই পেয়ে যাবেন। এর মধ্যেই যোগ করুন কিছুটা এলোভেরা জেল। দুই উপকরণ দিয়ে তেলটা ভালো করে ফুটিয়ে নিন। আধঘন্টা পর তেলটা ছেঁকে নিন। ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন। এর মধ্যে চাইলে যোগ করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করতেই হবে।
২. মাল্টি থিং কোকোনাট অয়েল
চুলের যত্নে মা ঠাকুমাদের বরাবরের ভরসা ছিল নারকোল তেলে। এখনও সেটাকেই আপন করে নিন। দেখবেন ভালোই ফল হবে।
কিভাবে বানাবেন—
কড়াইতে নারকোল তেল দিন এর মধ্যেই যোগ করুন সর্ষের তেল, একে একে দিতে থাকুন জবা ফুল, জবাফুলের পাতা, মেথিদানা, কালোজিরে, কারিপাতা, লবঙ্গ, শুকনো আমলকি, এলোভেরা, পিয়াজ। সব উপকরণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিন। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন। দেখবেন চুল পড়া অনেক নিয়ন্ত্রণে এসে গেছে।