এই বছর বই মেলা কিছুটা হলেও অন্যরকম কারণ এই বছর বইমেলা আক্ষরিক অর্থেই হতে চলেছে খোলা আকাশের নিচে, কারণ এই বছর কোন হল থাকবে না বইমেলাতে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হতে চলেছে খোলা আকাশের নিচে কারণ এবার কোন হল থাকবেনা বইমেলাতে। এই হল গুলিতে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন এবার তাদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে একই সঙ্গে তাদের সুবিধার্থেই কমানো হয়েছে স্টলের ভাড়া আগের থেকে অনেকটাই। কারণ এবারের মেলায় তারা নিজেরাই নিজেদের স্টল বানিয়ে নেবেন।
এর পাশাপাশি কলকাতা বইমেলা ডিজিটালিও অনেকটা উন্নত হতে চলেছে খুব শীঘ্রই প্লে স্টোরে আসতে চলেছে কলকাতা বইমেলার অ্যাপ। যার মাধ্যমে গুগল লোকেশন অনুযায়ী মেলার মধ্যে যেকোনো স্টল খুঁজে নিতে পারবেন বইপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ার পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে যারা বইমেলাতে আসতে পারছেন না তারা ভার্চুয়ালি দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান।
বইমেলায় ৪ঠা ফেব্রুয়ারী সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপিত হবে। ২ফেব্রুয়ারী উদযাপন হবে শিশু দিবস। এবার মোট ২০টি দেশ অংশগ্রহণ করছে। সব মিলিয়ে আর কটা দিন তার পরেই শুরু বই উৎসব।