ছেলে কবীরের খেলার সাথী এনে দিলেন কোয়েল মল্লিক নিসপাল সিং। শনিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই সুখবর।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: গত অক্টোবরেই জানিয়েছিলেন দ্বিতীয়বার অন্ত্ব:সত্ত্বা হয়েছেন তিনি, ছেলে কবীরের দায়িত্ব বাড়তে চলেছে তারপর থেকেই চলছিল দিনগোনা, অবশেষে এল সেই সুখবর। ছেলের পর এবার কোল জুড়ে এল এক ফুটফুটে মেয়ে।
মহালয়ার দিন অভিনেত্রী কোয়েল জানিয়েছিলেন পরিবারে আসছে নতুন অতিথি। সন্তান আগমনের খবর নিজেই ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বছর শেষে কোলজুড়ে এলো সন্তান। আনন্দে আত্মহারা অভিনেত্রীর ভক্তরা। তার পোস্টে লাগাতার শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই।
দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। কোয়েলের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন জিৎ, ঋতুপর্ণা, শুভশ্রী, মিমি, ঐন্দ্রিলা থেকে একঝাঁক তারকা। সাতসকালে এই সুখবরে রীতিমতো উচ্ছ্বসিত সিং ও মল্লিক পরিবারের সদস্যরা। এখন সকলেই মুখিয়ে একরত্তি কন্যার মুখ দেখার অপেক্ষায়।
করোনা আবহে জন্ম হয়েছিলে কোয়েল নিসপালের প্রথম সন্তান কবীরের। সেইসময় নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল তাকে। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন তারা। তবে এত বড় সুখবর তারা সবার সাথে ভাগ করে নিয়েছেন।