ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অয়ন শীল। মুলত পুরনিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত অয়ন শীলের সংস্থা। ইডি তদন্ত করতে গিয়ে শিক্ষক নিয়োগ দূর্নীতির সঙ্গে পুরনিয়োগ দূর্নীতির যোগসাজশ পাওয়ার পর গ্রেফতার করেছিল অয়ন শীলকে।
২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে ইডি।
সেই মামলা তেই জামিন এর আবেদন জানিয়েছিলেন অয়ন শীল।
শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
শর্ত হিসাবে বলা হয়েছে, ১০ লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর।পাসপোর্ট জমা রাখতে হবে।মোবাইল নম্বর বদল করা যাবে না।ট্রায়াল কোর্টের জুরিসডিকশানের বাইরে যেতে পারবে না।নিয়মিত বিচারপর্বে আদালতে হাজিরা দিতে হবে।তদন্তে সহযোগিতা করতে হবে।
তবে পুরনিয়োগ দূর্নীতির মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেখানে মুল অভিযুক্ত হিসাবে অয়ন শীলের নামই উল্লেখ করা হয়। অয়ন শীল রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেতেন।সেখানেই জালিয়াতি করার অভিযোগ তার বিরুদ্ধে।এজেন্টের মাধ্যমে প্রার্থীদের থেকে হাজার হাজার টাকা নিতেন অয়ন শীল। তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত ওএমার উদ্ধার করেছিল ইডি।কিছুদিন আগে ইডির মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলনে এই অয়ন শীল। যদিও সিবিআইয়ের মামলায় এখনো অয়ন শীল জামিন পাননি।