দেশজুড়ে রাজত্ব করছে পুষ্পা ২। পুষ্পা ১ও যেরকম হাইপ তৈরি করতে পেরেছিল পুষ্পা ২ও ব্যতিক্রম নয়। বক্স অফিসও খুশি আর লাভের হাসি প্রযোযকদের মুখেও।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: পুষ্পা ২ মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর আর সেদিন থেকেই ঝড় বক্স অফিসে। সোমবার ভারতে পুষ্পা ২ ব্যবসা করেছে ৬৫.১ কোটি টাকার, শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয় করে ছবিটি। রবিবার পুষ্পা ২ যেন দাবানলের রুপ ধারণ করে এবং ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। এখন পুষ্পা ২-র আয় ৫ দিনে ৫৯৪.১ কোটি টাকা। ১০০০ কোটির ক্লাবে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
পুষ্পা ২কে রাজ্যের ডিস্ট্রিবিউটাররাও স্বাভাবিক ভাবেই ভীষণ খুশি। দেশের ব্যবসার নিরিখেও রেকর্ড করেছে ‘পুষ্পা ২’। পাঁচ দিনে তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি। আর তাতেই শাহরুখ খানের ‘জওয়ান’কে ছাপিয়ে গিয়েছে দাক্ষিণাত্যের এই সিনেমা। কারণ দেশের আয়ের হিসেবে ‘জওয়ান’ সিনেমার তিনশো কোটির মাইলস্টোন ছুঁতে লেগেছিল ৬ দিন।
“পহেলি ইন্ট্রি পর ইতনা বাওয়াল নহি করতা, জিতনা দুসরি এন্ট্রি পর করতা হ্যায়”- এই সংলাপ পুষ্পা ২-রই, আর ঠিক তেমনই এই সিনেমাও। প্রথম বারের তুলনায় দ্বিতীয় ছবি আরও আকর্ষণীয়। টোটাল এন্টারটেইনমেন্ট প্যাকেজ যাকে বলে।
মূলত মাস এন্টারটেনমেন্ট’ বলতে যা বোঝায় পুষ্পা ২ কিন্তু একদম সেই আমেজের ছবি। সিনেমার প্রতিটি দৃশ্যজুড়ে ভরপুর এন্টারটেনমেন্ট। এই ছবি দেখতে বসলে যুক্তিকে সরিয়ে রাখতেই হবে কারণ পুষ্পাকে যা করতে দেখবেন সবই বিশ্বাস করে ফেলবেন এবং এভাবেই একটার পর একটা দৃশ্য তাক লাগিয়ে দেবে। হলে সিটি, তালি সবই বাজছে নিঃসন্দেহে। তাই আর দেরি না, শীঘ্রই দেখে আসুন পুষ্পা ২।