নাজিয়া রহমান, সাংবাদিক : প্রকাশিত হল মাধ্যমিকের টেস্ট পেপার। গতবারের তুলনায় এবার কিছুদিন আগেই প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের। সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা যেন টেস্ট পেপার সংগ্রহ করে নেয় তা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি টেস্ট পেপার প্রকাশ করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে সেই টেস্ট পেপার দেওয়া হয় পরীক্ষার্থীদের। টেস্ট পেপার কবে প্রকাশ হবে সেই দিকে তাকিয়ে থাকে রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। টেস্ট পেপারে সরকারি স্কুলের বাছাইকরা প্রশ্ন থাকে। যা পরীক্ষার আগে অনুশীলন করলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলেই মত শিক্ষকমহলের। তবে এই টেস্টপেপার প্রকাশের সময় নিয়ে অভিযোগ রয়েছে শিক্ষক সংগঠনগুলির। তাদের অভিযোগ, প্রতি বছর পর্ষদের টেস্ট পেপার প্রকাশ হতে হতে মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনে চলে আসে। ফলে সেই টেস্ট পেপার দেখে অনুশীলন করার সময় পায় না পরীক্ষার্থীরা। তাই চলতি বছরের ডিসেম্বরের মাঝ পর্বের মধ্যেই টেস্ট পেপার প্রকাশের আর্জি জানিয়ে পর্ষদকে চিঠি দিয়েছে শিক্ষকদের একাংশ। শিক্ষকদের আবেদন শুনলো পর্ষদ। প্রকাশিত হল মাধ্যমিকের টেস্ট পেপার। প্রসঙ্গত,গতবছর ২ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ আনুষ্ঠানিক ভাবে টেস্ট পেপার প্রকাশ করে ১৯ ডিসেম্বর। কিন্তু সেই টেস্ট পেপার পরীক্ষার্থীরা হাতে পেতে পেতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায় বলে জানান শিক্ষকমহলের একাংশ । আবার কোনও কোনও স্কুলে তারও পরে টেস্ট পেপার পৌঁছোয়। তবে এবার কিছুটা আগে প্রকাশ হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মত শিক্ষক সংগঠনগুলির। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ফেব্রুয়ারি থেকে। তার দেড় মাসেরও বেশি সময় আগে পর্ষদের টেস্ট পেপার প্রকাশ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান,”দ্রুত প্রকাশ করার জন্য আমরা পর্ষদকে অভিনন্দন জানাচ্ছি। শুধু প্রকাশ নয়, অতি দ্রুত যাতে ছাত্র-ছাত্রীদের কাছে এই টেস্ট পেপার পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে।”