ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: এই মুহূর্তে সবথেকে বড় খবর। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ী সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশীরা জানাই দুই ব্যক্তি মাথায় হেলমেট পড়ে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এই আতঙ্কে কত বরণ সৃষ্টি হয়েছে।
অপহৃত আফরোজা খাতুনের মা মালা বিবি বলেন,আমার মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলা করছিল।তারপরই মোটরসাইকেল নিয়ে দুজন মুখ বাধা আমার মেয়েকে তুলে নিয়ে গেল।কয়েকদিন আগে থেকেই তারা আমার বাড়ির পাশে ঘোরাফেরা করছিল।তবে আমি সেরকম কিছু বুঝতে পারিনি। আমার মেয়ের ৭ বছর বয়স। আমার স্বামী ব্যবসায়ী।পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আমার মেয়েকে যেন তাড়াতাড়ি খুজে বের করে।না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে।
এক প্রতিবেশী টুম্পা খাতুন জানান,কয়েকদিন ধরেই দুজন একটি বাইক নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল।তবে আমরা সঠিক বুঝতে পারিনি।আজকে হঠাৎ মেয়েটা পুকুরের পাশে খেলাধুলা করছিল সেখান থেকে তাকে তুলে নিয়ে গেল।তার বাবা সেখ রাজু চুলের ব্যবসা করতো।তবে এরা কারা সঠিক বুঝা যাচ্ছেনা। এইভাবে দিনের বেলা দুষ্কৃতীরা কোথা থেকে এত সাহস পেয়ে এক মেয়েকে তুলে নিয়ে চলে গেল। এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন শুরু করেছে সাধারণ মানুষ।