ভাইজা সলমন খান, বয়স যতই হোক না কেন অনুরাগীদের কাছে তিনি চিরতরুণ আর তার জন্মদিন মানেই ভক্তদের লাগামছাড়া উন্মাদনা তবে এবার জন্মদিনে প্ল্যান বদলাচ্ছেন ভাইজান।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এই মুহুর্তে সলমনের ঘাড়ে যেন মৃত্যুভয় প্রতিসময়ে নি:শ্বাস ফেলছে আর তাই নিজের জন্মদিন এবার আলাদা ভাবে কাটাবেন। আগামী ২৭ ডিসেম্বর ৫৮ বছরে পা রাখবেন সল্লু, এবার জন্মদিন নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই পালন করবেন তিনি। মা সলমা খানের জন্মদিনে ভাইজানের জন্মদিন নিয়ে সংবাদমাধ্যমকে এই বার্তা দিলেন ছোট ভাই সোহেল খান।
গত বছরও তার জন্মদিনের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। বাবা সেলিম খানকে নিয়ে বাড়ির বারান্দায় এসেছিলেন ভাইজান। ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন। কিন্তু এবার সম্ভবত তার ভক্তরা এই মুহুর্ত থেকে বঞ্চিত থাকবেন। এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে একেবারে ঘরোয়াভাবেই জন্মদিন কাটাবেন তিনি যেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন আর থাকবেন তার হাতেগোনা কয়েকজন বন্ধুও কারণ এখন নিরাপত্তার বড় কড়াকড়ি। তাই যা আয়োজন সমস্ত কিছু বাড়ির মধ্যেই হবে।
আসলে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের মৃত্যু হুমকি, সলমন-ঘনিষ্ঠ গায়ক সিধু মুসেওয়ালা, কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পাশাপাশি গায়ক বাদশার পানশালার সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। যার দায় নিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিশ্নোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার। সব মিলিয়ে প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটছে ভাইজানের পরিবারের এবং কখনও ফোনে কিংবা চিঠিতে, আবার সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে সলমনকে মেরে ফেলার হুমকি যেভাবে দেওয়া হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের তরফে তার জেরে ভাইজানের নিরাপত্তার দিকে খেয়াল রেখেই এই পদক্ষেপ। সকলেই চান টাইগার জিন্দা থাকুন