বর্ষবরণের আনন্দে যেন নিরাপত্তার ফাঁক গলে কোন বেআইনি কাজ কোন বিপদ না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ। বর্ষবরণের রাতে শহরকে মুড়ে ফেলা হবে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে এমনটাই জানালেন নগরপাল মনোজ ভার্মা।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বর্ষবরণে শহর যেন থাকে নিরাপদ তাই সচেষ্ট কলকাতা পুলিশ। এদিন পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে জানান বর্ষবরণ উপলক্ষে শহরের বিভিন্ন জায়গা যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। ৩১-১ তারিখ কলকাতায় মোতায়েন সাড়ে চার হাজার পুলিশ। বর্ষবরণ উপলক্ষে যে হেতু পার্ক স্ট্রিট এলাকায় বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশের বিশেষ নজর থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে। শহরে ৫০টির বেশি জায়গায় স্পেশাল নাকা চেকিংয়ের বন্দোবস্ত।
মা উড়ালপুলে ২৪ ঘন্টা ছাড় বাইক আরোহীদের তবে গতির দিকে নজর রাখা হবে। ওপার বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে মারকুইস স্ট্রিটেও নজরদারি চালানো হবে। এই এলাকার হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজারের। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন তা কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করে প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি। ডিসির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে।
সিপি জানিয়েছেন বড়দিনের দিন কোনও সমস্যা হয়নি। কোনও অভিযোগ আসেনি সাধারণ মানুষের কাছ থেকে ফলে এই একইভাবে সুনাম অক্ষুন্ন রাখায় সচেষ্ট পুলিশ। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালাতেও থাকছে কড়া নজর। মহিলাদের নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হবে। কোন জায়গায় শ্লীলতাহানির অভিযোগ এলে সাথে সাথে যেন ব্যবস্থা নেওয়া যায় সেদিকে নজর রাখা হবে।