সিবিএসই ও আইসিএসই বোর্ডের শিক্ষার্থীদের কাছে পছন্দের বোর্ড হয়ে উঠছে রাজ্য বোর্ড। সেমেস্টার সিস্টেমই কি শিক্ষার্থীদের রাজ্য বোর্ড পছন্দের মূলে? কি জানা যাচ্ছে?
নাজিয়া রহমান, সাংবাদিক: ইংরেজি বোর্ডের পড়ুয়াদের পছন্দের বোর্ড হয়ে উঠছে রাজ্য বোর্ড। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যানে উঠি এল এমনই তথ্য। পরিসংখ্যানে দেখা গেছে একাদশ শ্রেণীতে সিবিএসই ও আইসিএসই বোর্ডের কয়েক হাজার ছাত্র-ছাত্রী রাজ্যের বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি পড়ুয়া অন্যান্য বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রেজিস্ট্রেশন করেছেন। বোর্ড সূত্রে খবর, দশম শ্রেণী পাশ করার পর ইংরেজি মাধ্যম বোর্ডের পড়ুয়ারা আগ্রহ দেখাচ্ছে রাজ্যের বোর্ডে।
ইংরেজি মাধ্যম থেকে রাজ্য বোর্ডে ভর্তি হওয়ার মূলে কারণ কি? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দাবি করছে, ২০২৪ সাল থেকে উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে সেমেস্টার সিস্টেম। যার ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ ক্রমশ বাড়ছে। একাধিক শিক্ষাবিদ মনে করছেন, রাজ্য বোর্ডের সেমেস্টার সিস্টেম একদিকে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত যেমন করবে অন্যদিকে চাপও কমাবে। প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজারেরও বেশি। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে রাজ্য বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করা ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ লক্ষ ৬৯ হাজারেরও বেশি। মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশ কিছুটা বেশি। যা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় বলে মত শিক্ষকমহলের একাংশের। অন্যদিকে এটি বড় সাফল্য বলে মত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্য বোর্ডে উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম চালু হয়েছে। এই পদ্ধতিতে প্রতি বছর দুটি পরীক্ষা হবে। য়ার ফলে শিক্ষার্থীদের আরও মান উন্নয়ন হবে। সেমেস্টারের ফলে পরীক্ষার মধ্যে বিরাম থাকবে। যা পরীক্ষার্থীদের অনেকটা চাপমুক্ত রাখবে বলে মত শিক্ষকমহলের একাংশের। আর এই সেমেস্টার পদ্ধতি শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে বলেও মত তাঁদের। রজ্যাের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় সবচেয়ে বেশি অন্যান্য বোর্ডের স্কুল আছে। আর সেখানেই সবচেয়ে বেশি পড়ুয়ারা রাজ্য বোর্ডে ভর্তি হচ্ছে। এরমূলে আধুনিক শিক্ষাব্যবস্থা ও সেমেস্টার সিস্টেম বলে মনে করছেন শিক্ষাবিদেরা।