সাংবাদিক : সুচারু মিত্র – বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে এবার রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল গুলো নিয়ে একাধিক অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল গুলোতে একাধিক জায়গায় বিএসএফ অর্থাৎ Border Security Force জমি চাইলেও তা দিচ্ছে না রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা করছে তারা। যে বিএসএফের ওপর সীমান্ত রক্ষা করার দায়িত্ব সেই বিএসএফকেই জমি দিচ্ছে না রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রে অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা তৈরি করে রাখছে রাজ্য এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেও রাজ্যকেই দায়ী করলেন শুভেন্দু। তিনি বললেন গোটা রাজ্যে এক অসহযোগিতার পরিবেশ। বিএসএফের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী যাদের বিভিন্ন ক্ষেত্রে বাঙ্কার বা পয়েন্ট তৈরি করার প্রয়োজন রয়েছে কিন্তু তাদের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্য। সোমবার বিজেপির সল্টলেক কার্যালয়ে এমনই অভিযোগ করলেন তিনি। সেইসঙ্গে রাজ্য সরকারকে আরও একাধিক বিষয়ে আক্রমণ করার বিষয় আছে বলেও জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্দেশখালি তে যাচ্ছেন শুভেন্দু, সেখানেও একাধিক বিষয়ে সরব হবেন তিনি, এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার ২৪ ঘন্টার মধ্যেই সন্দেশখালি তে বিরোধী দলনেতা। ফলে ঠিক কি কি তিনি অভিযোগ করেন তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। মঞ্চে দেখা যাবে সন্দেশখালির নেত্রী তথা বিজেপি নেত্রী রেখা পাত্রকেও।