আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে “বিনা পয়সার বাজারে”র আয়োজন করা হয়েছিল। শীতের করাল গ্রাস থেকে পথবাসীদের রক্ষা করার উদ্দেশ্যেই এই বাজারের আয়োজন। শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের একাধিক জেলায় এই বাজারের আয়োজন করতে চলেছেন তাঁরা।
নাজিয়া রহমান, সাংবাদিক: ‘মানুষ মানুষের জন্য ’ এই বিশ্বাসটি সর্বদায় বুকে লালন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আর এই বিশ্বাসের উপর ভর করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী বিনা পয়সার বাজারের আয়োজন করেছিলেন।
বিগত পাঁচ বছর ধরে তাঁরা এই রকম এক বাজারের আয়োজন করে আসছেন। এবারও পার্ক সার্কাস ক্যাম্পাসে এই “বিনা পয়সায় বাজার” এর আয়োজন করা হয়ে ছিল। আয়োজকেরা সারা বছর ধরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন হোস্টেল এবং মসজিদে জুম্মার দিনে বিশেষ ঘোষণার মাধ্যমে ব্যবহারযোগ্য পুরনো পোশাক সংগ্রহ করে। সেগুলো পরবর্তীতে শীতকালীন সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়।শীতের করাল গ্রাস থেকে পথবাসীদের রক্ষা করাই তাঁদের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।শুধু পোষাক বিতরণ নয়, দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসার জন্য সব মিলিয়ে এবছর প্রায় এক লক্ষ টাকারও বেশি অর্থ সাহায্য করেছে এঁরা। অন্যতম উদ্যোক্তা সাজিদুর রহমান বলেন: “আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানো নয় বরং মানবিক মূল্যবোধের প্রচার এবং দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে যাওয়া। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে।” আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড আরও কিছু দিন চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে।এই শীতে দুঃস্থ ও অসহায় পথবাসীদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার জন্য শীতবস্ত্র ও কম্বলের উষ্ণতা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য । উদ্যোক্তাদের আরও বক্তব্য, “আমরা বিশ্বাস করি, ‘মানুষ মানুষের জন্য’ – এই মানবিক মূল্যবোধ আমাদের সমাজের ভিত্তি। আমাদের লক্ষ্য ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে প্রসারিত করা।”
তাঁদের ইচ্ছে রাজ্যের প্রতিটি জেলা ও প্রত্যন্ত গ্রামে এই বিনা পয়সার বাজার ছড়িয়ে পড়ুক। গ্রাম থেকে শহর সর্বত্রই যেন তাঁরা পৌঁছে দিতে পারেন উষ্ণতার ছোঁয়া।