বৃষ্টির পৌষ দখল। সকাল থেকেই চলছে ঝিরঝিরি বৃষ্টি আর তাকে উপেক্ষা করেই চিকিৎসকদের অবস্থান মঞ্চ পালন করছে দ্বিতীয় দিনের কর্মসূচি।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক : শনিবার চিকিৎসকদের অবস্থান মঞ্চ পা রাখলেও দ্বিতীয় দিনে। আগামী ২৬ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টা জুড়ে এই অবস্থান বিক্ষোভ চলবে। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি তবে তা উপেক্ষা করেই সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে।
সকাল থেকেই মঞ্চে উপস্থিত রয়েছেন চিকিৎসক পূর্ণব্রত গুণ কৌশিক চাকি সুবর্ণ গোস্বামী রাজীব পান্ডে তমোনাশ চৌধুরী সহ একাধিক সিনিয়র চিকিৎসক। সকলেই একবাক্যে বলছেন যতদিন না অবধি তিলোত্তমা বিচার না পাচ্ছেন ততদিন পর্যন্ত লড়াই জারি থাকবে।
এবার একেবারে আদালত থেকে অনুমতি নিয়ে এসে এবারের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন চিকিৎসকরা। নাগরিক মঞ্চের সদস্যরাও ধাপে ধাপে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিগত দিনে এই জায়গাতেই গত ৫ অক্টোবর থেকে ২১শে অক্টোবর পর্যন্ত জুনিয়র ডক্টর্স ফ্রন্ট অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
আদালতের তরফে নির্দেশ দিয়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ডোরিনা ক্রসিং থেকে ৫০ ফুট ছেড়ে অবস্থান বিক্ষোভ করতে হবে। মঞ্চ করতে হবে ৪০ ফুট লম্বা ও ২৩ ফুট চওড়া জায়গার মধ্যে মঞ্চ, ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না। সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে এই আন্দোলন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা গিয়ে দেখে এসেছেন নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কি না।