তারাপীঠের মন্দির। যেখানে প্রতিদিন অগণিত মানুষের ভিড় লেগেই থাকে। মঙ্গলবার থেকে তারাপীঠে চালু হলো নতুন নিয়ম এবার আর ব্যবহার করা যাবে না মোবাইল ফোন।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মঙ্গলবার থেকে নয়া নিয়ম তারাপীঠের মন্দিরে। ব্রাত্য হলো মোবাইল ফোন। মন্দির কমিটি এমনই সিদ্ধান্ত নিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন থেকেই মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে নিয়ম জারি করা হয়েছে। মন্দিরে প্রবেশ করতে হলে গেটে নিরাপত্তারক্ষীদের কাছে মোবাইল জমা রেখে ঢুকতে হবে।
এই প্রসঙ্গে উল্লেখ্য গর্ভ গৃহে আগেই নিষিদ্ধ হয়েছিল মোবাইল তবে এতদিন পর্যন্ত মন্দির চত্বরে মোবাইল ব্যবহার করা যেত তবে এবার থেকে গোটা তারাপীঠের মন্দিরে নিষিদ্ধ হল মোবাইল ফোনের ব্যবহার। মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়মগুলি মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে।
পাশাপাশি এবার থেকে পুজোর জন্য মাত্র দু’টি লাইন রাখা হবে, একটি সাধারণ লাইন, আরেকটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে, তারপর বিশেষ লাইন চালু হবে। শুধু তাই নয় এবার থেকে আর মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না। মায়ের মূর্তিকে জড়িয়েও ধরতে পারবেন না।