সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- মুম্বইয়ের গেট অফ ইন্ডিয়ার কাছে লঞ্চ ডুবে মৃত দুই। উদ্ধার ৭৫ জন যাত্রী। নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে। নীলকমল নামের একটি ফেরি মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে ফেরিটি টাল সামলাতে না পেরে ডুবে যায়। স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা দেয়। এই স্পিডবোটটি। উপকূল রক্ষী বাহিনী বা নৌবাহিনীর বলে অনুমান। গেট অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়া ফেরিগুলি সাধারণ মানুষ ছাড়াও পর্যটকরাও ব্যবহার করে থাকেন। এলিফ্যান্টা দ্বীপে এলিফ্যান্ট গুহার জন্যই পর্যটকদের বেশ ভিড় থাকে এই ফেরিগুলিতে। দুর্ঘটনাগ্রস্ত ফেরিটিতেও প্রচুর ভিড় ছিল। গেট অফ ইন্ডিয়া থেকে ছাড়ার পর স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে মুম্বাই উপকূলেই সেটি ডুবে যায়। ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৭৫ জন যাত্রীকে উপকূল রক্ষী বাহিনীর জাহাজের মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনো নিখোঁজ রয়েছেন বহুযাত্রী। বাড়তে পারে মৃতের সংখ্যাও। উপকূল রক্ষী বাহিনী এবং নৌসেনা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর ১১টি নৌকা, মেরিন পুলিশের ৩টি নৌকা এবং উপকূলরক্ষী বাহিনীর নৌকা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ৷ পাশাপাশি ৪টি হেলিকপ্টারও আকাশপথে নজরদারি করছে৷ জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।