ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় ৭ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী ২০২২ সালে সিবিআইয়ের কাছে অভিযোগ জানায় ব্যাংক কর্তৃপক্ষ। অথচ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ বা তদন্তভার নেয়নি সিবিআই। এই ঘটনায় সিবিআইয়ের কাজের প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, ‘একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অভিযোগ করছে যে আর্থিক দুর্নীতিতে সেই ব্যাংকের কর্মীরাও যুক্ত থাকতে পারেন। তাও সিবিআই কোনও পদক্ষেপ করছে না। সিবিআই তদন্তেরও অনুমোদন রাজ্য কেন দেবে না? সিবিআইয়ের এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এই মামলায় তারা তদন্ত করতে চায় না বলেই এই ধরনের অভিযোগ করছে। যে মামলায় ইচ্ছে সেই মামলায় তদন্ত করবে এটা হতে পারে না। সমস্ত মামলার তদন্ত হচ্ছে আর এই মামলায় বলা হচ্ছে রাজ্যের অনুমোদন প্রয়োজন?’ তবে রাজ্যের অভিযোগ, সিবিআই সমস্ত কিছুর রাজনীতিকরণ করছে। সিবিআইয়ের তরফে জানানো হয়, ২০১৮ সাল থেকে রাজ্য সিবিআই তদন্তের ক্ষেত্রে যে সম্মতি ছিল তা প্রত্যাহার করে নিয়েছে। তাই রাজ্যের অনুমোদন দরকার। সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাথমিক অনুসন্ধান করেছে কিনা তা নিয়ে ২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছে আদালত।