‘টুয়েলভথ ফেল’ এবং বিক্রান্ত মাসি এই নাম দুটো ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে কিন্তু এবার সেই অভিনেতাই কিনা অভিনয় ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আর তার এই সিদ্ধান্তে হতবাক সকলে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ডিসেম্বরের প্রথম দিনেই অভিনেতা বিক্রান্ত আচমকাই ঘোষণা করলেন তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন আর এক নিমেষে তার এই ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়ে যায়। আচমকা এমন এক খবরে চমকে যান সবাই। নিজের পোস্টে তিনি আরও লেখেন “হ্যালো, বিগত কিছু বছর অনবদ্য ছিল। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু জীবনের পথে এগিয়ে আমি অনুভব করেছি যে সময় এসেছে ঘরে ফেরার। স্বামী হিসাবে, বাবা হিসাবে এবং একজন ছেলে হিসাবে। তাই আগামী ২০২৫ সালে শেষ একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সকলকে সবকিছুর জন্য ধন্যবাদ। সকবের কাছে কৃতজ্ঞ থাকব আমি।”
তবে এই সমাপ্তি কি সত্যিই চিরসমাপ্তি নাকি সাময়িক বিরতি নিয়ে আবার ফিরবেন তিনি? তা কিন্তু স্পষ্ট নয়। তবে তিনি থাকুন তিনি ফিরে আসুন ভক্তরা যে এটাই চান তা বলাই বাহুল্য।
ছোটপর্দা থেকে নিজের কেরিয়ার সফর শুরু করা বিক্রান্ত বড়পর্দাতেও সমান ভাবে সফল হয়েছেন এবং অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। পেয়েছেব জাতীয় পুরস্কারও। মাত্র কয়েক দিন আগেই ফিল্ম দুনিয়ার সেরা ব্যক্তিত্বের জন্য এওয়ার্ড পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা কেরিয়ারে যখন সাফল্য ধরা দিল অনেকটাই ঠিক তখনই অভিনয় থেকে বিদায়ের এই ঘোষণ মানতে পারছেন না কেউ।