উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিছু পরিবর্তন করল সংসদ। ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে বদল আনা হয়েছে।শিক্ষার্থীদের উপযোগী করে পরিবর্তন করাকে স্বাগত জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক -শিক্ষিকারা।
নাজিয়া রহমান, সাংবাদিক উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছে ২০২৪ সালে। নতুন সিলেবাস নিয়ে পড়ুয়া থেকে শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। প্রসঙ্গত ২০২৪ সাল থেকেই শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতি। আর এই নতুন সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিলেবাস তৈরি করেছিল, তা নিয়ে পড়ুয়ারা অনেক ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হচ্ছিল। শুধুমাত্র পড়ুয়ারা নয়, শিক্ষক-শিক্ষিকারাও ক্লাসে সিলেবাসের কিছু অংশ বোঝাতে গিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছিলেন। সেই সব অসুবিধার কথা মাথায় রেখে এবং শিক্ষক সংগঠনগুলির আবেদনে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিছু পরিবর্তন করল সংসদ। ইংরেজি, বাংলা-সহ মোট ১৯টি বিষয়ের সিলেবাসে বদল আনা হয়েছে। কাটছাঁট করে নতুন যে সিলেবাস করা হয়েছে তাতে ছাত্রছাত্রীদের বাছাই করার সুযোগ রয়েছে। যেমন ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত করা হয়েছে। তেমনি স্কুলগুলিকে বলা হয়েছে তারা যে বিষয়বস্তুগুলো কঠিন মনে করছে সেগুলিকে বাদ দিয়ে এই বিষয়গুলি পড়াতে পারে। প্রশ্নপত্রে সিলেবাসের সব বিষয়বস্তু থেকেই প্রশ্ন থাকবে। যেখানে পরীক্ষার্থীরা বাছাই করে উত্তর দেওয়ার সুযোগ পাবে। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করেছে সংসদ। তেমনই ইতিহাসে বেশ কিছু বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিলেবাসে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার সমাধান হবে বলে মনে করছে সংসদ। যে ১৯টি বিষয়ের সিলেবাস পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজ়নেস স্টাডিজ়, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল- বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশ বিদ্যা, ইকনমিক্স, ভূগোল এবং বায়োলজিক্যাল সায়েন্স। সিলেবাস পরিবর্তন প্রসঙ্গে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অসুবিধার কথার ভিত্তিতে সিলেবাসের সামান্য কিছু পরিমার্জন করা হয়েছে। যাতে নয়া পদ্ধতিতে সুবিধা হয়।’’ এই সিলেবাস বদল নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর বক্তব্য,
” সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে আমরা লিখিতভাবে কাউন্সিল সভাপতির কাছে পরিবর্তনের যে সাজেশন রেখেছিলাম সেগুলির কিছুটা মান্যতা পেয়েছে। যদিও একাদশ শ্রেণির ইংরেজির ক্ষেত্রে কিছু টপিক যুক্ত করে বিদ্যালয়েগুলিকে পছন্দ মতো তিনটি টপিক বেছে নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে বিদ্যালয়ে গুলি কঠিন এবং বড় চ্যাপ্টা বাদ দেওয়ার সুযোগ পাবে। তবে সারা রাজ্যে একাদশে একই ধরনের সিলেবাস থাকবে না। দ্বাদশ শ্রেণির ‘তারা’ নাটকটি বাতিলের জন্য জোরালো দাবি রেখেছিলাম। সেটি বাতিল করা হয়েছে। বাংলার ক্ষেত্রে টপিক একই রেখে দিয়ে সংক্ষিপ্ত করার কথা বলা হলেও বাস্তবে তা কতটুকু হবে সেটি বই প্রকাশিত না হলে বোঝা মুশকিল। ইতিহাসের সিলেবাসের বোঝা কিছুটা কমানো হয়েছে। সামগ্রিকভাবে সেমেস্টার প্রথায় সিলেবাসের বোঝা আরো কমিয়ে ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করা দরকার ছিল।” তবে সংসদের পক্ষ থেকে সিলেবাসকে শিক্ষার্থীদের উপযোগী করে পরিবর্তন করাকে স্বাগত জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক -শিক্ষিকারা। ইংরেজি, বাংলা ও ইতিহাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ায় ছাত্র-ছাত্রীদের কিছু সমস্যার সমাধান হবে বলেই মত তাঁদের।