Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ‘সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না’। ‘টাকা চাওয়ার অভিযোগ এলে FIR’। ‘৪৭ লক্ষ বাড়ি রাজ্যের টাকায় করা হয়েছে’। ‘DM, SP, BDO-দের নিয়মিত ফিল্ড ভিজিট করতে হবে’। ‘আদিবাসী জমি তাঁদের অধিকার’। ‘জমি নিয়ে অনিয়ম বরদাস্ত নয়’। ‘ডুয়ার্সে হোম স্টে বাড়াতে হবে’। আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী।
  • প্রসূতি নাসরিন খাতুনের অবস্থা আশঙ্কাজনক। ১১ দিনেও নিয়ন্ত্রণে নেই নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা। ১২ জানুয়ারি গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে মেদিনীপুর থেকে SSKM-এ স্থানান্তর করা হয়।
  • ‘প্রচারে বিজেপিকে মদত দিচ্ছে দিল্লি পুলিশ’। ‘আপ কর্মী,সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে’। বিস্ফোরক অভিযোগ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়ালের।
  • দিল্লিতে গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। নাকা তল্লাশির সময় সঙ্গম বিহার এলাকা থেকে ৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। নগদ টাকার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। 
  • কর্মবিরতি উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। স্যালা‌ইনকাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতি চলছিল সেখানে। কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। বুধবার সকাল থেকে কাজে ফিরেছেন আন্দোলনকারী ডাক্তারেরা।
  • রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান। রেশন দুর্নীতি মামলায় ২০২৪ সালের অগাস্টে গ্রেফতার হয়েছিলেন আনিসুর এবং তাঁর ভাই মুকুল রহমান। বুধবার শর্তসাপেক্ষে জামিন পেলেন আনিসুর।
  • সুপ্রিম কোর্টে হল না আরজি কর মামলার শুনানি। ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলা শুনবেন।
  • ট্যাংরায় হেলে পড়ল বহুতল। কলকাতা পুরসভার ৫৮ নং ওয়ার্ডের ক্রিস্টোফার রোডের ঘটনা। বছরখানেক আগে ঝাঁ-চকচকে বহুতলটির নির্মাণ শুরু হয়েছিল। নির্মাণকাজ চলাকালীনই হেলে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা।
  • আরজি কর মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য। হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির আবেদন করে রাজ্য। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কোর্টের। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল CBI। নিহতের পরিবারকে জানানো হয়েছে ? প্রশ্ন বিচারপতির। চিকিৎসকের মা-বাবাকে না জানিয়েই মামলা, জানাল রাজ্য। সোমবার শুনানি।
  • ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের ১৫০ গজের মধ্যে রাস্তা তৈরির অভিযোগ। জিরো পয়েন্টের চুক্তি লঙ্ঘন করে ভারতের গা ঘেঁষে রাস্তা তৈরির অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নিরাপত্তা হীনতায় সীমান্ত তীরবর্তী এলাকার মানুষ।
  •  ৫ ফেব্রুয়ারি কুম্ভ স্নান করবেন নরেন্দ্র মোদী। ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর। মত বিরোধীদের।
  • ইডি-কে জরিমানা বম্বে হাইকোর্টের। এক লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনাও করেছে হাইকোর্ট। ‘আইন মেনে কাজ করুন’। কড়া বার্তা হাইকোর্টের।
  • আমেরিকায় জন্মালেই আর মার্কিন নাগরিকত্ব নয়। বাবা-মা-এর একজনকে মার্কিন নাগরিক হতে হবে। কিংবা গ্রিন কার্ড হোল্ডার না হলে, তাদের সন্তানকে আমেরিকান নাগরিকত্ব দেওয়া হবে না। সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • New Date  
  • New Time  
শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে কতগুলি সিনেমা দেখানো হবে? কারা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে?

5
December 2024

শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে কতগুলি সিনেমা দেখানো হবে? কারা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে?

নাজিয়া রহমান সাংবাদিক: শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী আয়োজনে দেখানো হয় তপন সিনহার ’গল্প হলেও সত্যি’ চলচ্চিত্রটি। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিনেমার কোনও বাউন্ডারি নেই। সিনেমার ভাষা, রং, কথা আলাদা হলেও এই সিনেমাই দেশে দেশে বন্ধুত্বের সেতু গড়ে তুলতে পারে। সংস্কৃতিকে এগিয়ে নিতে পারে। বাংলা সিনেমা এগিয়ে চলুক। বাংলা হোক বিশ্ববাংলা। জয় বাংলা।’ এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও পাবলো জাস্টিনো সিজার। এদিন একঝাঁক টলি তারকা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী, দুলাল লাহেরি, সব্যসাচী, শঙ্কর, সৃজিত, দেব, রুক্মিণী, পাউলি, শতাব্দী, রচনা, সায়ন্তিকা, হরনাথ, কৌশানি, দেবলিনা, নিসপাল সহ একাধিক নির্দেশক, প্রযোজক ও কলাকুশলীরা। অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবকের মাধ্যমে অতিথিদের বরণ করে নিলেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতারা।

একেবারে বাংলায় নমস্কার দিয়ে নিজের বক্তব্য শ শুরু করেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘আমি পাটনার লোক। তাও বাংলায় কথা বলার চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। মমতাময়ী, আয়রন লেডি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় আমন্ত্রণ জানিয়েছেন। ওঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। স্মরণ করলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়কে। একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল, যে মানিকদার সঙ্গে কাজ করতে পারলাম না। কথা হয়েও কাজ হয়নি।’ এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বমোট ২১ দেশের সিনেমা দেখানো হবে। দেশ ও বিদেশ মিলিয়ে ১৭৫টি চলচ্চিত্র কলকাতার ২০টি সিনেমা হলে দেখানো হবে। এবারের উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। তাই ফ্রান্সের ২১টি চলচ্চিত্র দেখানো হবে এবারের সিনেমা উৎসবে । তবে এবারের উৎসবে নেই বাংলাদেশের কোনো চলচ্চিত্র। ওপারের অশান্তি উত্তেজনার জন্যই এবার সেদেশের কোনও ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেল না কিনা সেটা নিয়ে কেউই খোলসা করেননি। এবার প্রতিযোগিতা বিভাগে ২৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে । তার মধ্যে ৩০টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র সহ ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি মনোনীত হয়েছে । এছাড়া এমন ১০৩টি ছবি দেখানো হবে যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। 

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​