নাজিয়া রহমান সাংবাদিক: শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী আয়োজনে দেখানো হয় তপন সিনহার ’গল্প হলেও সত্যি’ চলচ্চিত্রটি। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিনেমার কোনও বাউন্ডারি নেই। সিনেমার ভাষা, রং, কথা আলাদা হলেও এই সিনেমাই দেশে দেশে বন্ধুত্বের সেতু গড়ে তুলতে পারে। সংস্কৃতিকে এগিয়ে নিতে পারে। বাংলা সিনেমা এগিয়ে চলুক। বাংলা হোক বিশ্ববাংলা। জয় বাংলা।’ এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও পাবলো জাস্টিনো সিজার। এদিন একঝাঁক টলি তারকা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী, দুলাল লাহেরি, সব্যসাচী, শঙ্কর, সৃজিত, দেব, রুক্মিণী, পাউলি, শতাব্দী, রচনা, সায়ন্তিকা, হরনাথ, কৌশানি, দেবলিনা, নিসপাল সহ একাধিক নির্দেশক, প্রযোজক ও কলাকুশলীরা। অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবকের মাধ্যমে অতিথিদের বরণ করে নিলেন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতারা।
একেবারে বাংলায় নমস্কার দিয়ে নিজের বক্তব্য শ শুরু করেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘আমি পাটনার লোক। তাও বাংলায় কথা বলার চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। মমতাময়ী, আয়রন লেডি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় আমন্ত্রণ জানিয়েছেন। ওঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। স্মরণ করলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়কে। একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল, যে মানিকদার সঙ্গে কাজ করতে পারলাম না। কথা হয়েও কাজ হয়নি।’ এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বমোট ২১ দেশের সিনেমা দেখানো হবে। দেশ ও বিদেশ মিলিয়ে ১৭৫টি চলচ্চিত্র কলকাতার ২০টি সিনেমা হলে দেখানো হবে। এবারের উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। তাই ফ্রান্সের ২১টি চলচ্চিত্র দেখানো হবে এবারের সিনেমা উৎসবে । তবে এবারের উৎসবে নেই বাংলাদেশের কোনো চলচ্চিত্র। ওপারের অশান্তি উত্তেজনার জন্যই এবার সেদেশের কোনও ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেল না কিনা সেটা নিয়ে কেউই খোলসা করেননি। এবার প্রতিযোগিতা বিভাগে ২৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে । তার মধ্যে ৩০টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র সহ ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি মনোনীত হয়েছে । এছাড়া এমন ১০৩টি ছবি দেখানো হবে যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি।