সাংবাদিক : সুচারু মিত্র পেট্রাপোল সীমান্তের পর এবার ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সনাতনীদের। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করতে হবে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন সম্পন্ন হলো। আবারও বিশ্ব হিন্দুকে এক হওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ডক্টর ইউনুসকে অপদার্থ বলে খোঁচা দিলেন তিনি। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না করলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সনাতনীদের এই বিক্ষোভের জেড়ে সকাল থেকে এক চুলও ট্রাক নড়েনি। পিঁয়াজ থেকে শুরু করে আলু , স্টোন চিপ্, সবকিছুই দাঁড়িয়েছিল ঘোজাডাঙ্গা সীমান্তের এপারে। একেবারে যতক্ষণ পর্যন্ত সনাতনীদের বিক্ষোভ চলে ততক্ষণ পর্যন্ত আজ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে কোন ভারতীয় পণ্য বাংলাদেশে যেতে পারেনি। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বার্তা-” সময় এসেছে হিন্দুদের একত্রিত হওয়ার। আর সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে না দাঁড়ালে অন্যায় হবে। তাই এখন থেকেই লড়াইয়ে থাকতে হবে। “ আর এই বার্তা দিয়ে সনাতনীদের আরো উজ্জীবিত করলেন শুভেন্দু অধিকারী।