সাংবাদিক : সুচারু মিত্র: সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সভা করার ২৪ ঘন্টার মধ্যেই সন্দেশখালিতে পাল্টা সভা করে একের পর এক মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু।
সেই সঙ্গে তার বার্তা সব হিন্দু এক হও। হিন্দু ভোট এক করতে পারলেই বাজিমাত করা যাবে ২০২৬ সালের বিধানসভাতে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে উন্নয়নের জোয়ার বইবে বলেই বার্তা শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর দেওয়া এক লক্ষ কুড়ি নয়, তিন লক্ষ টাকা করে বাড়ি বানানোর জন্য দেয়া হবে পিছিয়ে পড়া মানুষদের বার্তা শুভেন্দু অধিকারীর। একইসঙ্গে রেশন ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আসবে। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর বার্তা নন্দীগ্রাম, কাঁথি ,তমলুকে হিন্দুভোটেই লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। আর তাই তিনি মনে করেন সন্দেশখালির মানুষকেও একত্রিত হতে হবে। লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি পরাজিত হলেও সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে ৭ হাজার ভোটে লিড পেয়েছিলেন রেখা পাত্র। সে কথা মনে করিয়েই শুভেন্দুর বার্তা আগামী বিধানসভা নির্বাচনের সন্দেশখালি থেকে ২৭ হাজার ভোটে জয়লাভ চাই। সেই সঙ্গে শুভেন্দুর বার্তা শাহজাহান ছাড়াও সন্দেশখালি তে আরো কয়েকটি দুষ্টু লোক রয়েছে, তাদের নজর দিন। আন্দোলন থেকে সরে আসবেন না। এদিন মহিলাদের সম্মান জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তার বার্তা এবার থেকে প্রত্যেক মাসে অত্যন্ত দুদিন করে সন্দেশখালিতে বাড়ি ভাড়া নিয়ে থাকবেন তিনি। আর সেখান থেকে গীতা বিতরণ করবেন শুভেন্দু অধিকারী। নিবির এক জনসংযোগের বার্তাও দিয়ে গেলেন শুভেন্দু। সেই সঙ্গে বছরের প্রথম দিনটিকে সামনে রেখে কল্পতরু উৎসব পালনের ও বার্তা দিলেন শুভেন্দু। সন্দেশখালীর ২৮টা ব্লকে শীত বস্ত্র বিতরণ করার বার্তা দিলেন রেখা পাত্রকে।সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা সভায় মাছ গরম করা বক্তৃতায় কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করলেন বিরোধী দলনেতা।